Elon Mask

১৩২ মিলিয়ন ডলার ঢেলেছেন ট্রাম্পকে জেতাতে, প্রতিদানে কোন দাঁও মারবেন টেসলা মালিক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারে কি ইলন মাস্ক যোগ দেবেন? গত কয়েক মাসে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করেছেন, সময় দিয়েছেন, প্রচারে উজাড় করে দিয়েছেন নিজেকে। প্রতিদানে কী চাহিদা টেসলার মালিকের?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৪৬
Advertisement

সেপ্টেম্বরের মাঝামাঝি। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে লাইভ চ্যাটে ব্যস্ত টেসলা মালিক ইলন মাস্ক। না কোনও গোপন আলোচনা নয়। কথোপকথনের লাইভ স্ট্রিমিং দেখেছে তামাম দুনিয়া। কথায় কথায়, নেতানিয়াহু লেখেন, ইলন মাস্ক ‘‘আপনি কোনও দিন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না।’’ দু’কথায় মাস্কের জবাব, ‘‘নট অফিসিয়ালি’’। ‘‘ঠিকই, সরকারি ভাবে নয়।’’

Advertisement

কী বলতে চাইলেন ইলন মাস্ক? কোন ইঙ্গিত দিলেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement