Nusrat Jahan

সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বার জনসমক্ষে, ভোট দিতে এসে তৃণমূল নিয়ে কিছুই বললেন না নুসরত

‘শান্তিপূর্ণ ভোট, বাংলার মানুষ নিজের বিচার জানাবে’, ভোট দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরত জাহানের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ২১:১৭
Advertisement

২০২৩ সালের ২ অগস্ট কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের পর ২০২৪ সালের ১ জুন—দীর্ঘ দশ মাস পর দেশ ও দশের স্বার্থে জনসমক্ষে দেখা গেল নুসরত জাহানকে। শনিবার, শেষ দফায় বালিগঞ্জে নিজের বাড়ির কাছেই আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুলে ভোট দিলেন টলিউড নায়িকা। সে বার ‘ফ্ল্যাট প্রতারণা’র অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি। যদিও সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে ৭ মিনিটেই প্রেস কনফারেন্স শেষ করে গাড়ি ঘুরিয়ে প্রেস ক্লাব থেকে ফিরে গিয়েছিলেন। আর এ বার, বসিরহাটের বিদায়ী সাংসদকে তৃণমূল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, “আই থিঙ্ক উই আর অল ভেরি গুড।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement