Pen Hospital

মানুষের মতো কলমেরও অসুখ হয়, কাছে নিয়ে আসতে হয় ‘চিকিৎসক’-এর, পেন হাসপাতাল চেনেন?

ডিজিটাল যুগের পৃথিবীতে কালির কলমের চাহিদা কি আছে? আদৌ কেউ আসেন ধর্মতলার পেন হাসপাতালে প্রিয় কলম নিয়ে?

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ২১:৩৯
Advertisement

মানুষের অসুখ হয়। সুস্থ হতে প্রয়োজন চিকিৎসক, হাসপাতালের। এদেরও অসুখ করে। কখনও জিভ শুকিয়ে যায়, কখনও মাথা ভেঙে যায়। জিভ সারাতে হয়। আবার কখনও মাথা বদলাতে হয়। পেটে দিতে হয় কালো তরল। তবেই এরা চলে তরতরিয়ে। এরা মানুষের হৃদয়ে থাকে। অর্থাৎ বুক পকেটে। কলকাতার ধর্মতলার মোড়ে রয়েছে এদের প্রায় ৭৭ বছরের পুরনো হাসপাতাল: পেন হাসপাতাল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement