reaction

টালমাটাল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টালিগঞ্জ, শান্তি ফিরুক, চান পরমব্রত, রাজ, কৌশিকেরা

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার উত্তাল হয় বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। তার পরে চলে আসেন ভারতে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ১৫:৫৮
Advertisement

প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের ঘটনাও শান্তি ফেরাতে পারছে না বাংলাদেশে। সোমবার বিকেলে বাংলাদেশের সামরিক বিভাগের প্রধান ওয়াকার-উজ়-জ়ামান দেশবাসীর কাছে বিশৃঙ্খলা বন্ধের আবেদন জানিয়েছিলেন। একই দাবি রেখেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অংশীদার, পড়ুয়া, শিক্ষকেরাও। কিন্তু দৃশ্যত পরিস্থিতি বদলের ইঙ্গিত এখনও নেই। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের কথা ভেবে উদ্বেগ বাড়ছে টালিগঞ্জের শিল্পী-কলাকুশলীদের। আগ বাড়িয়ে প্রতিবেশী দেশ নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না কেউই। যদিও যে দেশের সঙ্গে আত্মিক যোগ,, সেখানে ফিরুক শান্তি, সমৃদ্ধি— এটাই প্রার্থনা, জানাচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, কমলেশ্বর মুখোপাধ্যায়রা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement