Solo Trip

Solo Trip: একক ভ্রমণের জন্য আদর্শ দেশের ১৩টি পর্যটনস্থল

কারও মতে ‘সোলো ট্রিপ’ বা একক ভ্রমণ স্বাধীনতার উদ্‌যাপন। আবার কারও মতে একক ভ্রমণ মানে নিজের অন্তরের সঙ্গে একাত্মতার যাত্রা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১১:৫১
০১ ১৪
ভ্রমণপিপাসুদের মধ্যে ক্রমশই বাড়ছে একেবারে একা ঘুরতে যাওয়া বা ‘সোলো ট্রিপের’ প্রবণতা। কারও মতে এই একক ভ্রমণ স্বাধীনতার উদ্‌যাপন। আবার কারও মতে একক ভ্রমণ মানে নিজের অন্তরের চেতনার সঙ্গে একাত্মতার যাত্রা। তবে একক ভ্রমণে গেলেও সুরক্ষা, খরচ ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই গন্তব্য ঠিক করা জরুরি।

ভ্রমণপিপাসুদের মধ্যে ক্রমশই বাড়ছে একেবারে একা ঘুরতে যাওয়া বা ‘সোলো ট্রিপের’ প্রবণতা। কারও মতে এই একক ভ্রমণ স্বাধীনতার উদ্‌যাপন। আবার কারও মতে একক ভ্রমণ মানে নিজের অন্তরের চেতনার সঙ্গে একাত্মতার যাত্রা। তবে একক ভ্রমণে গেলেও সুরক্ষা, খরচ ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই গন্তব্য ঠিক করা জরুরি।

০২ ১৪
কসোল: হিমাচল প্রদেশের পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট একটি জনপদ কসোল। যাঁরা ট্রেক করতে ভালোবাসেন, তাঁদের কাছে এই স্থানটি হতে পারে আদর্শ। এক দিকে সুউচ্চ হিমালয়ের সৌন্দর্য ও অন্য দিকে পার্বতী নদীতে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ, দুই-ই মিলবে এখানে।

কসোল: হিমাচল প্রদেশের পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট একটি জনপদ কসোল। যাঁরা ট্রেক করতে ভালোবাসেন, তাঁদের কাছে এই স্থানটি হতে পারে আদর্শ। এক দিকে সুউচ্চ হিমালয়ের সৌন্দর্য ও অন্য দিকে পার্বতী নদীতে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ, দুই-ই মিলবে এখানে।

০৩ ১৪
পুদুচেরি: ১৯৫৪ সাল পর্যন্ত এই অঞ্চল ছিল ফরাসি উপনিবেশ। ফরাসিরা বিদায় নিলেও এখানকার সংস্কৃতি কিংবা খাদ্যাভ্যাসে ফরাসি ঐতিহ্য রয়ে গিয়েছে। একক ভ্রমণে আগ্রহীরা এখানে স্কুটার ভাড়া করে নিজের মতো ঘুরে দেখতে পারেন অপূর্ব সমুদ্র সৈকত, চার্চ ও অসাধারণ সব রেস্তরাঁ। একা একা এই ঐতিহাসিক শহর ঘুরে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা।

পুদুচেরি: ১৯৫৪ সাল পর্যন্ত এই অঞ্চল ছিল ফরাসি উপনিবেশ। ফরাসিরা বিদায় নিলেও এখানকার সংস্কৃতি কিংবা খাদ্যাভ্যাসে ফরাসি ঐতিহ্য রয়ে গিয়েছে। একক ভ্রমণে আগ্রহীরা এখানে স্কুটার ভাড়া করে নিজের মতো ঘুরে দেখতে পারেন অপূর্ব সমুদ্র সৈকত, চার্চ ও অসাধারণ সব রেস্তরাঁ। একা একা এই ঐতিহাসিক শহর ঘুরে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা।

Advertisement
০৪ ১৪
ভরকলা: কেরলে সমুদ্র সৈকতের অভাব নেই। কিন্তু একক ভ্রমণের জন্য অন্যতম আদর্শ সৈকতটি হল ভরকলা। যাঁরা খুব একটা ছোটাছুটি করতে পছন্দ করেন না, তাঁদের জন্য এই স্থানটি হতে পারে আদর্শ। সমুদ্রের ধারে হ্যামকে শুয়েই কেটে যাবে সারা দিন। রয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক স্পা ও মাসাজের ব্যবস্থাও।

ভরকলা: কেরলে সমুদ্র সৈকতের অভাব নেই। কিন্তু একক ভ্রমণের জন্য অন্যতম আদর্শ সৈকতটি হল ভরকলা। যাঁরা খুব একটা ছোটাছুটি করতে পছন্দ করেন না, তাঁদের জন্য এই স্থানটি হতে পারে আদর্শ। সমুদ্রের ধারে হ্যামকে শুয়েই কেটে যাবে সারা দিন। রয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক স্পা ও মাসাজের ব্যবস্থাও।

০৫ ১৪
শিলং: শিলং বললেই বাঙালির মনে পড়ে যায় অমিত ও লাবণ্যের কথা। কিন্তু একা একা ঘুরতেও মন্দ লাগবে না মেঘালয়ের এই শৈল শহর। সবুজ পাহাড়, মনোরম আবহাওয়া ও মৃদুমন্দ বৃষ্টির জন্য শিলংকে পূর্বভারতের স্কটল্যান্ড বলা হয়। যাঁরা একক ভ্রমণ করতে ভালবাসেন, তাঁদের অনেকেই এখানে একাধিক বার যান।

শিলং: শিলং বললেই বাঙালির মনে পড়ে যায় অমিত ও লাবণ্যের কথা। কিন্তু একা একা ঘুরতেও মন্দ লাগবে না মেঘালয়ের এই শৈল শহর। সবুজ পাহাড়, মনোরম আবহাওয়া ও মৃদুমন্দ বৃষ্টির জন্য শিলংকে পূর্বভারতের স্কটল্যান্ড বলা হয়। যাঁরা একক ভ্রমণ করতে ভালবাসেন, তাঁদের অনেকেই এখানে একাধিক বার যান।

Advertisement
০৬ ১৪
উদয়পুর: শুধু উদয়পুর নয়, গোটা রাজস্থান জুড়েই ক্রমশ বাড়ছে একক ভ্রমণে আগ্রহীদের আনাগোনা। আরাবল্লির পাদদেশ অবস্থিত উদয়পুরে রয়েছে অসাধারণ সব দীঘি ও দীঘি সংলগ্ন দুর্গ। অধিকাংশ দুর্গগুলিই বর্তমানে বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়েছে। একা ঘুরতে গেলেও এই হোটেলগুলিতে আতিথেয়তার অভাব হবে না।

উদয়পুর: শুধু উদয়পুর নয়, গোটা রাজস্থান জুড়েই ক্রমশ বাড়ছে একক ভ্রমণে আগ্রহীদের আনাগোনা। আরাবল্লির পাদদেশ অবস্থিত উদয়পুরে রয়েছে অসাধারণ সব দীঘি ও দীঘি সংলগ্ন দুর্গ। অধিকাংশ দুর্গগুলিই বর্তমানে বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়েছে। একা ঘুরতে গেলেও এই হোটেলগুলিতে আতিথেয়তার অভাব হবে না।

০৭ ১৪
জিরো: অরুণাচল প্রদেশের সুবানসিঁড়ি জেলায় অবস্থিত এই জিরো উপত্যকা। অর্কিড ও সবুজ পাইনের পাশাপাশি এই উপত্যকায় রয়েছে বিস্তৃত ধানক্ষেত। জিরো নিভৃতে কয়েকটি দিন কাটিয়ে আসার জন্য আদর্শ। এখানকার সঙ্গীত উৎসবটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যাঁরা ট্রেক করতে ভালবাসেন, তাঁরা এখান থেকেই ডোলো মান্ডো ট্রেকে যেতে পারেন।

জিরো: অরুণাচল প্রদেশের সুবানসিঁড়ি জেলায় অবস্থিত এই জিরো উপত্যকা। অর্কিড ও সবুজ পাইনের পাশাপাশি এই উপত্যকায় রয়েছে বিস্তৃত ধানক্ষেত। জিরো নিভৃতে কয়েকটি দিন কাটিয়ে আসার জন্য আদর্শ। এখানকার সঙ্গীত উৎসবটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যাঁরা ট্রেক করতে ভালবাসেন, তাঁরা এখান থেকেই ডোলো মান্ডো ট্রেকে যেতে পারেন।

Advertisement
০৮ ১৪
গোয়া: এই তালিকায় গোয়ার নাম দেখে অবাক হওয়াই স্বাভাবিক। কারণ গোয়া শুনলে প্রথমেই মনে আসে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ের ছবি। কিন্তু অনেকেই গোয়া আসেন একা। কেউ নতুন বন্ধু খুঁজে পেতে, কেউ বা নিজের মতো উল্লাস করতে। গোয়ার নৈশ জীবন অল্প সময়েই দূর করে দিতে পারে দৈনন্দিন জীবনের একঘেয়েমি।

গোয়া: এই তালিকায় গোয়ার নাম দেখে অবাক হওয়াই স্বাভাবিক। কারণ গোয়া শুনলে প্রথমেই মনে আসে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ের ছবি। কিন্তু অনেকেই গোয়া আসেন একা। কেউ নতুন বন্ধু খুঁজে পেতে, কেউ বা নিজের মতো উল্লাস করতে। গোয়ার নৈশ জীবন অল্প সময়েই দূর করে দিতে পারে দৈনন্দিন জীবনের একঘেয়েমি।

০৯ ১৪
জিভি: সিমলা থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত জিভি খুব একটা পরিচিত নাম নয়। শহুরে কোলাহল থেকে দূরে অবস্থিত জিভির মূল আকর্ষণ গহীন অরণ্য ও জিভি জলপ্রপাত। মাত্র ছ’কিলোমিটার ট্রেক করলেই পৌঁছে যাওয়া যায় সেরলসার লেকে।

জিভি: সিমলা থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত জিভি খুব একটা পরিচিত নাম নয়। শহুরে কোলাহল থেকে দূরে অবস্থিত জিভির মূল আকর্ষণ গহীন অরণ্য ও জিভি জলপ্রপাত। মাত্র ছ’কিলোমিটার ট্রেক করলেই পৌঁছে যাওয়া যায় সেরলসার লেকে।

১০ ১৪
হাম্পি: তুঙ্গভদ্রার তীরে অবস্থিত হাম্পি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত একটি পর্যটনস্থল। যাঁরা শিল্প ও ইতিহাস ভালবাসেন, হাম্পিতে এলে তাঁরা শিহরিত হবেন একথা আগে থেকেই বলে দেওয়া যায়। এখানে রয়েছে পাঁচশোরও বেশি ঐতিহাসিক স্থাপত্য।

হাম্পি: তুঙ্গভদ্রার তীরে অবস্থিত হাম্পি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত একটি পর্যটনস্থল। যাঁরা শিল্প ও ইতিহাস ভালবাসেন, হাম্পিতে এলে তাঁরা শিহরিত হবেন একথা আগে থেকেই বলে দেওয়া যায়। এখানে রয়েছে পাঁচশোরও বেশি ঐতিহাসিক স্থাপত্য।

১১ ১৪
ধর্মশালা: তিব্বতি ও ভারতীয় সংস্কৃতির অদ্ভুত মেলবন্ধন দেখা যায় ছোট্ট পাহাড়ি শহর ধর্মশালাতে। ছবির মতো সুন্দর এই শহরের যে কোনও প্রান্ত থেকেই স্পষ্ট নজরে আসবে বরফে মোড়া ধৌলাধর পর্বত। এখানেই রয়েছে বিখ্যাত নামগাল মঠ যেখানে দলাই লামা বাস করেন।

ধর্মশালা: তিব্বতি ও ভারতীয় সংস্কৃতির অদ্ভুত মেলবন্ধন দেখা যায় ছোট্ট পাহাড়ি শহর ধর্মশালাতে। ছবির মতো সুন্দর এই শহরের যে কোনও প্রান্ত থেকেই স্পষ্ট নজরে আসবে বরফে মোড়া ধৌলাধর পর্বত। এখানেই রয়েছে বিখ্যাত নামগাল মঠ যেখানে দলাই লামা বাস করেন।

১২ ১৪
লাদাখ: একক ভ্রমণের জন্য লাদাখ সবচেয়ে কঠিন গন্তব্যগুলির মধ্যে একটি। যাঁরা মোটরবাইক চালাতে পছন্দ করেন, তাঁদের অনেকেই কারাকোরাম ও হিমালয়ের কোলে অবস্থিত সুউচ্চ গিরিপথগুলি ভ্রমণের স্বপ্ন দেখেন। লাদাখে রয়েছে খারদুং লা, চাং লা, শিংখু লা, শিকপি লার মতো গিরিপথ। তবে অধিকাংশ স্থান এতোই দুর্গম যে একা লাদাখ ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে।

লাদাখ: একক ভ্রমণের জন্য লাদাখ সবচেয়ে কঠিন গন্তব্যগুলির মধ্যে একটি। যাঁরা মোটরবাইক চালাতে পছন্দ করেন, তাঁদের অনেকেই কারাকোরাম ও হিমালয়ের কোলে অবস্থিত সুউচ্চ গিরিপথগুলি ভ্রমণের স্বপ্ন দেখেন। লাদাখে রয়েছে খারদুং লা, চাং লা, শিংখু লা, শিকপি লার মতো গিরিপথ। তবে অধিকাংশ স্থান এতোই দুর্গম যে একা লাদাখ ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে।

১৩ ১৪
দার্জিলিং: পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে এমন একাধিক পর্যটনস্থল, যা একা ঘুরে দেখার জন্য মন্দ নয়। আর সেই তালিকায় উপরের দিকেই থাকবে দার্জিলিঙের বিভিন্ন স্থান। এক দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা আর অন্য দিকে টয় ট্রেনে বসে অঞ্জন দত্তের গান শুনতে শুনতে একা কয়েকটি দিন কাটাতে মন্দ লাগবে না।

দার্জিলিং: পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে এমন একাধিক পর্যটনস্থল, যা একা ঘুরে দেখার জন্য মন্দ নয়। আর সেই তালিকায় উপরের দিকেই থাকবে দার্জিলিঙের বিভিন্ন স্থান। এক দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা আর অন্য দিকে টয় ট্রেনে বসে অঞ্জন দত্তের গান শুনতে শুনতে একা কয়েকটি দিন কাটাতে মন্দ লাগবে না।

১৪ ১৪
শান্তিনিকেতন: পশ্চিমবঙ্গে একক ভ্রমণের কথা বলতে গিয়ে শান্তিনিকেতনকে উপেক্ষা করা কার্যত অপরাধের সামিল। বিশেষত, যাঁদের হাতে সময় কম অথচ নিভৃতে কয়েকটি দিন একা সময় কাটাতে চান, তাঁদের কাছে কোপাই, খোয়াই আর লাল মাটির উপরে শাল-পলাশের বন হয়ে উঠতে পারে বাড়ির কাছের আরশিনগর। সঙ্গে বাউল সঙ্গীতের মায়া তো রইলই।

শান্তিনিকেতন: পশ্চিমবঙ্গে একক ভ্রমণের কথা বলতে গিয়ে শান্তিনিকেতনকে উপেক্ষা করা কার্যত অপরাধের সামিল। বিশেষত, যাঁদের হাতে সময় কম অথচ নিভৃতে কয়েকটি দিন একা সময় কাটাতে চান, তাঁদের কাছে কোপাই, খোয়াই আর লাল মাটির উপরে শাল-পলাশের বন হয়ে উঠতে পারে বাড়ির কাছের আরশিনগর। সঙ্গে বাউল সঙ্গীতের মায়া তো রইলই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি