বেশি ব্যাগে গুনতে হবে বাড়তি কড়ি ছবি: সংগৃহীত
এত দিন বিমানযাত্রার ক্ষেত্রে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র নিতে গেলে দিতে হত বাড়তি টাকা। এ বার ট্রেনের ক্ষেত্রেও চালু হচ্ছে সে নিয়ম। অতিরিক্ত ওজনের মালপত্র নিতে চাইলে আগে থেকেই করতে হবে বুকিং, অন্যথায় হতে পারে প্রায় ৬ গুণ জরিমানা।
এখন মাথাপিছু সর্বোচ্চ কত ওজনের মালপত্র নিখরচায় নিতে পারেন যাত্রীরা?
১। প্রথম শ্রেণির এসি-তে যাত্রীরা মাথাপিছু ৭০ কিলোগ্রাম ওজনের সামগ্রী সঙ্গে নিতে পারেন।
২। এসি দ্বিতীয় টিয়ারের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ৫০ কিলোগ্রাম।
৩। এসি তৃতীয় টিয়ার, স্লিপার ও চেয়ার কারের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ কিলোগ্রাম ওজনের মালপত্র নিতে পারেন এক জন যাত্রী।
৪। দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে মাথাপিছু নেওয়া যেতে পারে ২৫ কেজি।
এই নিয়মের বাইরেও প্রত্যেক ক্ষেত্রে কিছুটা ছাড়ের ব্যবস্থা রয়েছে।
কী ভাবে করতে হবে বুকিং?
টিকিট কাটার সময়েই চাইলে বুক করে নেওয়া যেতে পারে অতিরিক্ত লাগেজ। নয়তো অতিরিক্ত ওজনের মালপত্র নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট যাত্রীকে, ট্রেন ছাড়ার অন্তত আধা ঘণ্টা আগে স্টেশনের লাগেজ বা পার্সেল অফিসে যোগাযোগ করতে হবে। যথাযথ ভাবে বন্ধ করা থাকতে হবে ব্যাগপত্রের মুখ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।