Virginity

Bizarre: ৫০০ তরুণ কৌমার্য খুইয়েছেন তাঁর কাছে, স্বীকারোক্তি মহিলার

২০১৬ সাল থেকে তিনি যুবকদের কৌমার্য ঘোচানোয় ‘সহায়তা’ করছেন বলে জানিয়েছেন আমেরিকার নেভেদার বাসিন্দা এক মহিলা। নাম রক্সেন প্রাইস।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৭:০২
দায়িত্ব পালন করছেন, দাবি মহিলার

দায়িত্ব পালন করছেন, দাবি মহিলার ছবি: সংগৃহীত

অন্তত পাঁচশো পুরুষ কৌমার্য খুইয়েছেন তাঁর কাছে, এমনটাই দাবি করলেন আমেরিকার নেভেদার বাসিন্দা এক মহিলা। মহিলার নাম রক্সেন প্রাইস। ২০১৬ সাল থেকে তিনি যুবকদের কৌমার্য ঘোচানোর কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

ছবি: সংগৃহীত

স্থানীয় একটি সংবাদমাধ্যমকে রক্সেন বলেছেন, ‘‘আমি দীর্ঘ দিন ধরেই খেয়াল করছিলাম, বহু পুরুষই কখনও যৌনতার স্বাদ পাননি।’’ যার জন্য অনেক পুরুষ ‘মানসিক অবসাদে ভুগছেন’ বলেও জানতে পারেন তিনি। রক্সেনের দাবি, এই ধরনের মানুষের প্রতি ‘দায়বদ্ধতা’ থেকেই তাঁদের যৌন মিলনের স্বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

রক্সেন জানিয়েছেন, ২০১৬ সালে প্রথম বার নেটমাধ্যমে কুমারদের ‘সহায়তা’ করার প্রস্তাব দেন তিনি। আর তার পর থেকে বছরে ৭০ থেকে ৯০ জন পুরুষ যোগাযোগ করছেন তাঁর সঙ্গে। রক্সেনের মতে, যাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন তার মধ্যে অধিকাংশ মানুষই অন্তর্মুখী চরিত্রের। অনেকেই যৌন মিলনের আগে উদ্বেগের শিকার হন। তাই তাঁদের যৌনতার স্বাদ দেওয়ার আগে অতিরিক্ত যত্ন নিতে হয় বলেও জানান রক্সেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন