National news

দেশের এই জলপ্রপাতগুলি না দেখলে মিস করবেন

ভারতেরই এমন কিছু জায়গা, যেগুলো জলপ্রপাতের জন্য বিখ্যাত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৫:৪১
০১ ০৯
চেরাপুঞ্জি: নোকালিকাই জলপ্রপাত। সবুজে ঘেরা এই জলপ্রপাতটি অবশ্যই দেখা উচিত।

চেরাপুঞ্জি: নোকালিকাই জলপ্রপাত। সবুজে ঘেরা এই জলপ্রপাতটি অবশ্যই দেখা উচিত।

০২ ০৯
আমবলি: প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবে মহারাষ্ট্রের এই আমবলি জলপ্রপাত।

আমবলি: প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবে মহারাষ্ট্রের এই আমবলি জলপ্রপাত।

০৩ ০৯
জব্বলপুর: মধ্যপ্রদেশের শহর জব্বলপুর। এই জব্বলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই চন্দ্রভাগা জলপ্রপাত। বিশালাকার এই জলপ্রপাতটির কাছে পৌঁছনোর অনেক আগে থেকেই তীব্র গর্জন সাড়া শরীরে শিহরন তোলে।

জব্বলপুর: মধ্যপ্রদেশের শহর জব্বলপুর। এই জব্বলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই চন্দ্রভাগা জলপ্রপাত। বিশালাকার এই জলপ্রপাতটির কাছে পৌঁছনোর অনেক আগে থেকেই তীব্র গর্জন সাড়া শরীরে শিহরন তোলে।

Advertisement
০৪ ০৯
কুর্গ: কর্নাটকের কুর্গে আব্বি, চেলাভারা এবং ইরুপ্পু এই তিনটে জলপ্রপাত ভীষণই আকর্ষণীয়।

কুর্গ: কর্নাটকের কুর্গে আব্বি, চেলাভারা এবং ইরুপ্পু এই তিনটে জলপ্রপাত ভীষণই আকর্ষণীয়।

০৫ ০৯
গোয়া: আটটিরও বেশি সংখ্যায় আকর্ষণীয় জলপ্রপাত রয়েছে গোয়াতে। তার মধ্যে হারভালেম এবং দুধসাগর জলপ্রপাত সবচেয়ে আকর্ষণীয়।

গোয়া: আটটিরও বেশি সংখ্যায় আকর্ষণীয় জলপ্রপাত রয়েছে গোয়াতে। তার মধ্যে হারভালেম এবং দুধসাগর জলপ্রপাত সবচেয়ে আকর্ষণীয়।

Advertisement
০৬ ০৯
মুন্নার: ছোট, বড় একাধিক জলপ্রপাত রয়েছে মুন্নারে। চোখ ধাঁধানো প্রকৃতির এই রূপ দেখতে গেলে গ্রীষ্মকালে চলে যান মুন্নার।

মুন্নার: ছোট, বড় একাধিক জলপ্রপাত রয়েছে মুন্নারে। চোখ ধাঁধানো প্রকৃতির এই রূপ দেখতে গেলে গ্রীষ্মকালে চলে যান মুন্নার।

০৭ ০৯
মুসৌরী: পর্যটকদের সবচেয়ে পছন্দ হল মুসৌরীর ঝারিপানি জলপ্রপাত।

মুসৌরী: পর্যটকদের সবচেয়ে পছন্দ হল মুসৌরীর ঝারিপানি জলপ্রপাত।

Advertisement
০৮ ০৯
আথিরাপিল্লি: কেরলের আথিরাপিল্লির মধ্যে দিয়ে বয়ে যাওয়া চালাকুদি নদীতে ৮০ ফুট উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাতটি।

আথিরাপিল্লি: কেরলের আথিরাপিল্লির মধ্যে দিয়ে বয়ে যাওয়া চালাকুদি নদীতে ৮০ ফুট উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাতটি।

০৯ ০৯
আরাকু ভ্যালি: অন্ধ্রপ্রদেশে বেড়াতে গেলে মিস করা যাবে না আরাকু ভ্যালির জলপ্রপাত।

আরাকু ভ্যালি: অন্ধ্রপ্রদেশে বেড়াতে গেলে মিস করা যাবে না আরাকু ভ্যালির জলপ্রপাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি