Indian Railways: ট্রেনেই হবে সিকিম সফর, পাহাড় ভ্রমণের নতুন দিন আনার উদ্যোগ রেলের

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৩:২৭
ব্রডগেজ রালে লাইন হচ্ছে বাংলা থেকে সিকিম।

ব্রডগেজ রালে লাইন হচ্ছে বাংলা থেকে সিকিম। প্রতীকী চিত্র

বাংলা থেকে ট্রেনেই যাওয়া যাবে সিকিম। সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ তৈরির উদ্যোগে জোর দেওয়া হয়েছে বলে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে। রেলের দাবি, এই পথে ট্রেন চলাচল শুরু হয়ে গেলে উত্তর-পূর্বের ওই রাজ্য অনেক সুবিধা পাবে। এখনও পর্যন্ত সিকিমে যাওয়ার মাধ্যম মূলত সড়ক পথ। ট্রেন চালু হলে শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশের পর্যটকরাই সহজ যেতে পারবেন সিকিমে।

সেবক থেকে রংপো রেলপথের দৈর্ঘ্য হবে ৪৪.৯৬ কিলোমিটার। এর মধ্যে ৪১.৫৫ কিলোমিটার পথ থাকবে পশ্চিমবঙ্গে। বাকি ৩.৪১ কিলোমিটার সিকিমে। এই পথে মোট ১৪টি সুড়ঙ্গ থাকবে। সুড়ঙ্গগুলির মধ্যে সবচেয়ে বড়টি হবে ৫.২৭ কিলোমিটার দীর্ঘ, সবচেয়ে ছোটটি ৫৩৮ মিটার। পথে থাকবে পাঁচটি স্টেশন। সেবক, রিয়াংস মেল্লি, রংপো এবং তিস্তা বাজার।

রেলের দাবি, ইতিমধ্যেই এই লাইন তৈরির ৪৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। এই লাইন তৈরিতে মোট খরচ ধরা হয়েছে ৪ হাজার ৮৫ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন
Advertisement