রোহিত শর্মাদের ভারতের মাঠে হওয়া সব দ্বিপাক্ষিক সিরিজ় দেখা যাবে একটি চ্যানেলেই। —ফাইল চিত্র।
আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া সব দ্বিপাক্ষিক সিরিজ়ের ম্যাচ দেখা যাবে ভায়াকম ১৮-এর স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে সেই খেলা দেখা যাবে জিয়োসিনেমাতে। ছেলেদের আইপিএল মোবাইলে দেখার স্বত্ব কিনেছে ভায়াকম। তাই সেটা দেখাবে জিয়োসিনেমা অ্যাপে। মেয়েদের আইপিএল দেখাবে ভায়াকম১৮।
ভায়াকম ১৮ ভারতীয় ক্রিকেট বোর্ডের টিভি সম্প্রচারস্বত্ব কিনে নিল। ভারতের মাটিতে হওয়া ভারতের সব আন্তর্জাতিক ম্যাচ যেমন তারা দেখাবে, তেমনই ঘরোয়া ক্রিকেটও দেখা যাবে ওই চ্যানেলেই। এই সমস্ত খেলার মোবাইল সম্প্রচারস্বত্বও কিনেছে ভায়াকম১৮। তাই সেই সব খেলা দেখা যাবে জিয়োসিনেমাতে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ শুভেচ্ছা জানিয়েছেন ভায়াকম১৮ সংস্থাকে। জয় টুইট করে লেখেন, “আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া খেলার সম্প্রচারস্বত্ব পেয়েছে ভায়াকম১৮। ওদের শুভেচ্ছা জানাই। ছেলে এবং মেয়েদের আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও চুক্তি করল এই সংস্থা।”
শুধু ভারতীয় দলের ক্রিকেট ম্যাচই নয়, স্পোর্টস১৮ চ্যানেলে দেখা যাবে পরের বছরের অলিম্পিক্সও। এ ছাড়াও সেরি এ, লা লিগা, লিগ ১-এর মতো ফুটবল লিগগুলিও দেখা যাবে স্পোর্টস১৮-এ।
১১ বছর ধরে ভারতের ঘরের মাঠের ম্যাচ দেখা যেত স্টার স্পোর্টসের চ্যানেলে। এখন থেকে সেই দায়িত্ব হারাল তারা।