Paris Olympics 2024

টোকিয়োয় পদকজয়ী মীরাবাই যাচ্ছেন প্যারিস অলিম্পিক্সেও, চোট সারিয়েই যোগ্যতা অর্জন করলেন

চোট সারিয়ে ছ’মাস পর ভারোত্তোলনে ফিরেছেন মীরাবাই। প্রথমেই নেমেছিলেন অলিম্পিক্সের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায়। তাইল্যান্ডে তৃতীয় হয়ে প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৯:৩৯
picture of Mirabai Chanu

মীরাবাই চানু। ছবি: এক্স (টুইটার)।

আসন্ন প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন মীরাবাই চানু। টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী ভারোত্তোলক বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান অর্জন করেছেন মহিলাদের ৪৯ কেজি বিভাগে। একই সঙ্গে তিনি আগামী অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা মান স্পর্শ করেছেন।

Advertisement

তাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৮৪ কেজি ওজন তুলেছেন মীরাবাই। চোট সারিয়ে ছ’মাস পর প্রতিযোগিতায় নেমেই অলিম্পিক্সে অংশগ্রহণ নিশ্চিত করে ফেললেন দেশের অন্যতম সেরা মহিলা ভারোত্তোলক। উচ্ছ্বসিত মীরাবাই বলেছেন, ‘‘চোট পাওয়ার পর এ ভাবে ফিরে আসাটা অবিশ্বাস্য মনে হচ্ছে। ওজন তুলতে কোনও সমস্যা হয়নি। প্রতি বারই পরিষ্কার ভাবে ওজন তুলেছি। যথাযথ ভাবে শক্তি প্রয়োগ করতে পেরেছি। এই সাফল্য আমাকে আরও আত্মবিশ্বাসী করবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘চোট সারানোর পর রিহ্যাবেপ প্রক্রিয়া বেশ কঠিন হয়। এই সময়ে কোচেরা যথেষ্ট সাহায্য করেছেন আমাকে। সব রকম প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করেছেন।’’

২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই এখন রয়েছেন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। চিনের জিয়ান হুইহুয়ার পরেই রয়েছেন ভারতীয় ভারোত্তোলক। প্যারিসে অংশগ্রহণ মীরাইয়ের নিশ্চিত হলেও তা এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। আগামী ২৮ এপ্রিল ভারোত্তোলনের যোগ্যতা অর্জন পর্বের সব প্রতিযোগিতা শেষ হওয়ার পর সরকারি ভাবে অলিম্পিক্সের প্রতিযোগীদের নাম ঘোষণা করবে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন। পুরুষ এবং মহিলাদের প্রতিটি বিভাগের বিশ্বের সেরা ১০ জন ভারোত্তোলক প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।

টোকিয়োর পর প্যারিসেও মীরাবাই দেশকে পদক এনে দেবেন বলে মনে করা হচ্ছে। ২০২০ অলিম্পিক্সে রুপো জিতে ছিলেন তিনি। ২৯ বছরের মীরাবাই নিজের তৃতীয় অলিম্পিক্সে নামবেন প্যারিসে।

আরও পড়ুন
Advertisement