hockey

Tokyo Olympics: পিছিয়ে থেকেও জয়, নিউজিল্যান্ডকে হারিয়ে অলিম্পিক্স অভিযান শুরু ভারতের পুরুষ হকি দলের

খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার পায় ভারত। তবে গোল করতে ব্যর্থ হন রুপিন্দর পাল সিংহ।

Advertisement
সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১০:১৮
কোহলীদের হারের বদলা যেন অলিম্পিক্সে নিলেন মনপ্রীতরা।

কোহলীদের হারের বদলা যেন অলিম্পিক্সে নিলেন মনপ্রীতরা। ছবি: রয়টার্স

অলিম্পিক্সের প্রথম ম্যাচে জয় পেলেন মনপ্রীত সিংহরা। ভারতীয় হকি দল ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিরাট কোহলীদের হারের বদলা যেন অলিম্পিক্সে নিলেন মনপ্রীতরা।

খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার পায় ভারত। তবে গোল করতে ব্যর্থ হন রুপিন্দর পাল সিংহ। ছয় মিনিটের মাথায় এগিয়ে যায় নিউজিল্যান্ড। কেন রাসেল গোল করে এগিয়ে দেন দলকে। তবে সেই সুবিধা বেশিক্ষণ নিতে পারেননি কিউইরা। ১০ মিনিটের মাথায় গোল শোধ করে দেয় ভারত। গোল করেন সেই রুপিন্দর পাল।

Advertisement

২৬ মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। হরমনপ্রীত সিংহ গোল করেন। প্রথমার্ধে এগিয়ে থেকেই শেষ করে ভারত। ৩৩ মিনিটের মাথায় তৃতীয় গোল পেয়ে যান মনপ্রীতরা। এ বারেও গোল করেন হরমনপ্রীত। ১০ মিনিটের মধ্যে একটি গোল শোধ করলেও হার বাঁচাতে পারেনি নিউজিল্যান্ড।

পরের ম্যাচে মনপ্রীতদের লড়াই বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রবিবার দুপুর ৩টে থেকে সেই ম্যাচ খেলবে ভারত। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে খেলতে নামবে ভারতীয় মহিলা হকি দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন রানি রামপালরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement