সিমোনে বাইলস। ছবি: রয়টার্স
একের পর এক ইভেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন সিমোনে বাইলস। রিয়ো অলিম্পিক্সে একাধিক সোনাজয়ী জিমন্যাস্ট বাইলস মানসিক স্বাস্থ্য ঠিক নয় বলে এখনও কোনও ইভেন্টের ফাইনালে নামেননি। তবে বৃহস্পতিবার একটি টুইটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন বাইলস।
আমেরিকার ২৪ বছরের জিমন্যাস্ট টুইট করে লেখেন, ‘যে ভালবাসা এবং সমর্থন আমি পেয়েছি তাতে বুঝতে পেরেছি জিমন্যাস্টিক্সে সাফল্যের বাইরেও আমার একটা অস্তিত্ব রয়েছে। যা আগে বিশ্বাসই করতাম না।’
তবে কী অনুরাগীদের ভালবাসায় আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বাইলস? এখনও চারটি ইভেন্টে নামা বাকি তাঁর। ১ অগস্ট থেকে শুরু হবে সেই ইভেন্টগুলি। তাতে কি দেখা যাবে বাইলসকে?
the outpouring love & support I’ve received has made me realize I’m more than my accomplishments and gymnastics which I never truly believed before. 🤍
— Simone Biles (@Simone_Biles) July 29, 2021
মঙ্গলবার দলগত ইভেন্টের পর বুধবার একটি ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল থেকেও নাম সরিয়ে নিয়েছিলেন আমেরিকার তারকা জিমন্যাস্ট।