Tokyo Olympics

নীরজের হাত ধরে অ্যাথলেটিক্সে সোনা ভারতের, টোকিয়ো অলিম্পিক্সে সাত নম্বর

দ্বিতীয় প্রচেষ্টায় সব থেকে বেশি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন নীরজ। দ্বিতীয় স্থানে থাকা জাকুবের থেকে ১ মিটার বেশি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:৪১
পদকের লক্ষ্যে নীরজ।

পদকের লক্ষ্যে নীরজ। ছবি পিটিআই

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:৪০ key status

সোনা নীরজের

অবশেষে লক্ষ্যপূরণ। জ্যাভলিনে সোনা পেলেন নীরজ চোপড়া।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:৩৬ key status

পদক নিশ্চিত নীরজের

প্রথম তিনে থেকে পদক নিশ্চিত নীরজ চোপড়ার।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:৩০ key status

আবার ফাউল

ফের ফাউল করলেন নীরজ। আর একটি থ্রো বাকি তাঁর।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:২১ key status

ফাউল নীরজের

চতুর্থ প্রচেষ্টা সফল হল না নীরজের। ফাউল থ্রো হল।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:১৩ key status

আরও তিন থ্রো

প্রথম আটে থাকা ক্রীড়াবিদরা আরও তিনটি করে থ্রো পাবেন। নীরজ রয়েছেন আট নম্বরে।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:১০ key status

এখনও শীর্ষে নীরজ

তিনটি প্রচেষ্টার শেষে শীর্ষে নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জোহানেস ভেট্টার ছিটকে গেলেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৫৮ key status

ভাল থ্রো হল না নীরজের

তৃতীয় প্রচেষ্টায় মাত্র ৭৬.৭৯ মিটার ছুড়লেন নীরজ। তবে প্রথম স্থানেই রয়েছেন।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৫৬ key status

এখনও শীর্ষে নীরজ

দ্বিতীয় রাউন্ডের শেষেও শীর্ষে নীরজ।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৪৮ key status

নিজেকেই ছাপিয়ে গেলেন নীরজ

প্রথম বারের প্রচেষ্টাকেও ছাপিয়ে গেলেন নীরজ। দ্বিতীয় বার ছুড়লেন ৮৭.৫৮ মিটার।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৪৫ key status

শীর্ষে নীরজ

প্রথম রাউন্ডের শেষে একে নীরজ। তার পরে রয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার এবং চেক প্রজাতন্ত্রের জাকুচ ভাদলেচ।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৩৪ key status

দারুণ শুরু নীরজের

প্রথম প্রচেষ্টাতেই ছুড়লেন ৮৭.০৩ মিটার।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:১৮

আরও এক পয়েন্ট ভারতের

প্রথম রাউন্ডের শেষে দু'পয়েন্টে এগিয়ে বজরং। পদকের আশায় ভারত।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:১৭

প্রথম পয়েন্ট পেলেন বজরং

এক পয়েন্ট তুলে নিলেন বজরং। 

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:১৫

শুরু হল বজরঙের লড়াই

প্রথম রাউন্ডের খেলা শুরু। বিপক্ষে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভ।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৫:৪৫ key status

ব্রোঞ্জের লড়াইয়ে ভারত

কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভের বিরুদ্ধে নামতে চলেছেন বজরং পুনিয়া। এই ম্যাচে জিতলেই ব্রোঞ্জ ভারতের।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১০:২৬ key status

চতুর্থ স্থানে শেষ করলেন অদিতি

গল্ফে ভারতকে পদকের আশা দেখিয়েছিলেন অদিতি অশোক। তিন দিন ধরে দ্বিতীয় স্থানে থাকায় শনিবার সকাল থেকেই নজর ছিল তাঁর দিকে। তবে শেষ মুহূর্তে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ হলেন তিনি।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৯:৪৮

ফের শুরু হল খেলা

তৃতীয় স্থানে রয়েছেন অদিতি। বৃষ্টি থামতে ফের শুরু হল খেলা।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৯:০০

খারাপ আবহাওয়ার জন্য খেলা আপাতত বন্ধ

খেলা আপাতত বন্ধ রয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের খেলা শুরু হবে। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন অদিতি। আর খেলা না হলে ব্রোঞ্জ পাবেন তিনি।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৮:৫৩

তিন নম্বরে উঠে এলেন অদিতি

ফের তিন নম্বরে উঠে এলেন ভারতীয় গল্ফার। যুগ্ম ভাবে তৃতীয় স্থানে তিনি। আরও দুটো হোলের খেলা বাকি।

timer শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৮:৪৫

আরও এক ধাপ নেমে গেলেন অদিতি

চতুর্থ স্থানে নেমে গেলেন অদিতি। এখনও তিনটি হোলের খেলা বাকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন