পদকের লক্ষ্যে নীরজ। ছবি পিটিআই
অবশেষে লক্ষ্যপূরণ। জ্যাভলিনে সোনা পেলেন নীরজ চোপড়া।
প্রথম তিনে থেকে পদক নিশ্চিত নীরজ চোপড়ার।
ফের ফাউল করলেন নীরজ। আর একটি থ্রো বাকি তাঁর।
চতুর্থ প্রচেষ্টা সফল হল না নীরজের। ফাউল থ্রো হল।
প্রথম আটে থাকা ক্রীড়াবিদরা আরও তিনটি করে থ্রো পাবেন। নীরজ রয়েছেন আট নম্বরে।
তিনটি প্রচেষ্টার শেষে শীর্ষে নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জোহানেস ভেট্টার ছিটকে গেলেন।
তৃতীয় প্রচেষ্টায় মাত্র ৭৬.৭৯ মিটার ছুড়লেন নীরজ। তবে প্রথম স্থানেই রয়েছেন।
দ্বিতীয় রাউন্ডের শেষেও শীর্ষে নীরজ।
প্রথম বারের প্রচেষ্টাকেও ছাপিয়ে গেলেন নীরজ। দ্বিতীয় বার ছুড়লেন ৮৭.৫৮ মিটার।
প্রথম রাউন্ডের শেষে একে নীরজ। তার পরে রয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার এবং চেক প্রজাতন্ত্রের জাকুচ ভাদলেচ।
প্রথম প্রচেষ্টাতেই ছুড়লেন ৮৭.০৩ মিটার।
প্রথম রাউন্ডের শেষে দু'পয়েন্টে এগিয়ে বজরং। পদকের আশায় ভারত।
এক পয়েন্ট তুলে নিলেন বজরং।
প্রথম রাউন্ডের খেলা শুরু। বিপক্ষে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভ।
কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভের বিরুদ্ধে নামতে চলেছেন বজরং পুনিয়া। এই ম্যাচে জিতলেই ব্রোঞ্জ ভারতের।
গল্ফে ভারতকে পদকের আশা দেখিয়েছিলেন অদিতি অশোক। তিন দিন ধরে দ্বিতীয় স্থানে থাকায় শনিবার সকাল থেকেই নজর ছিল তাঁর দিকে। তবে শেষ মুহূর্তে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ হলেন তিনি।
তৃতীয় স্থানে রয়েছেন অদিতি। বৃষ্টি থামতে ফের শুরু হল খেলা।
খেলা আপাতত বন্ধ রয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের খেলা শুরু হবে। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন অদিতি। আর খেলা না হলে ব্রোঞ্জ পাবেন তিনি।
ফের তিন নম্বরে উঠে এলেন ভারতীয় গল্ফার। যুগ্ম ভাবে তৃতীয় স্থানে তিনি। আরও দুটো হোলের খেলা বাকি।
Golf Update:
— India_AllSports (@India_AllSports) August 7, 2021
Aditi Ashok at tied 3rd spot now (with one other) | Just 2 holes to go#TokyoOlympics #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/wDBdHXUJwA
চতুর্থ স্থানে নেমে গেলেন অদিতি। এখনও তিনটি হোলের খেলা বাকি।
Golf Update:
— India_AllSports (@India_AllSports) August 7, 2021
Aditi Ashok drops to 4th spot now | 3 holes to go. #TokyoOlympics #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/yw3MERWyfE