ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
হস্টেলের শৌচালয় থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। ওড়িশার ভবানিপটনার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম তোফালি নাইক। সে ওই বিশ্ববিদ্যালয়েরই একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। পরিবারের দাবি, বুধবার রাতে তার কণ্ঠস্বর অবসাদগ্রস্ত শুনিয়েছিল। যদিও তারা সে সময় বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেয়নি।
পুলিশ জানিয়েছে, মৃতা ওড়িশার কালাহান্ডি জেলার বিরিকোট গ্রামের বাসিন্দা। মা মানিকেশ্বরী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে পড়াশোনা করত সে। থাকত ইন্দ্রবতী ছাত্রী আবাসে। বৃহস্পতিবার সকালে ছাত্রীরা শৌচালয়ে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ধাক্কাধাক্কির পরেও দরজা খোলা হয়নি বলে অভিযোগ। এর পরেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে শৌচালয় থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শাওয়ারের রড থেকে তোয়ালে দিয়ে ঝুলে আত্মঘাতী হয়েছে তোফালি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তোফালির বাবা জানিয়েছেন, বুধবার রাতে মেয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তোফালিকে একটু অবসাদগ্রস্ত মনে হয়েছিল তাঁদের। যদিও এ রকম পদক্ষেপ সে করবে, তা বুঝতে পারেননি তাঁরা।