Tokyo Olympics 2020

Tokyo Olympics: অলিম্পিক্সের প্রথম ম্যাচেই হারল দু’বারের অলিম্পিক্স সোনাজয়ী আর্জেন্টিনা

কোপা আমেরিকা দলের প্রায় কোনও সদস্যই অলিম্পিক্স দলে নেই। কিন্তু যাঁরা রয়েছেন তাঁদের আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে। কিন্তু বড় মঞ্চে প্রথম ম্যাচেই তাঁরা জাত চেনাতে ব্যর্থ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৯:২৭
হারল আর্জেন্টিনা।

হারল আর্জেন্টিনা। ছবি পিটিআই

কিছুদিন আগেই কোপা আমেরিকা জিতেছে লিয়োনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু টোকিয়ো অলিম্পিক্সের প্রথম ম্যাচেই হেরে গেল তারা। বৃহস্পতিবার তাদের ২-০ ব্যবধানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।

অলিম্পিক্স ফুটবলে ৪,৭২৬ দিন পর খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পেল তারা। আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধে পুরো সময়ই দশ জনে খেলতে হয়েছে। বিপক্ষের ফুটবলারকে বাজে ফাউলের জন্য প্রথমার্ধের শেষ দিকে কয়েক মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্রান্সিসকো ওর্তেগাকে।

Advertisement

কোপা আমেরিকা দলের প্রায় কোনও সদস্যই অলিম্পিক্স দলে নেই। কিন্তু যাঁরা রয়েছেন তাঁদের আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে। কিন্তু বড় মঞ্চে প্রথম ম্যাচেই তাঁরা জাত চেনাতে ব্যর্থ।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন লাচলান ওয়েলস। প্রথমে তিনি অলিম্পিক্সের দলে সুযোগই পাননি। পরে করোনার কারণে অলিম্পিক্সের দল বাড়ানো হলে তাঁর জায়গা হয়।

দ্বিতীয়ার্ধে দু’দল একাধিক বার মারপিটে জড়িয়েছে। শারীরিক খেলা হয়েছে। খেলা শেষের কয়েক মিনিট আগে গোল করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন মার্কো টিলিয়ো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement