Today’s sports events

আইপিএলে ১০ দল কোন পাঁচ ক্রিকেটারকে ধরে রাখবে? রয়েছে ‘রিটেনশন’ ঘোষণা, থাকছে ভারতীয় দলের খবর

আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা। ১০টি দল জানিয়ে দেবে কোন পাঁচ জন ক্রিকেটারকে তারা ধরে রাখছে। কাল থেকে শুরু ভারত-নিউ জ়িল্যান্ড শেষ টেস্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ০৭:২৯
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা। ১০টি দল জানিয়ে দেবে কোন পাঁচ জন ক্রিকেটারকে তারা ধরে রাখছে। একাধিক দলে বেশ কিছু বড় বদল হওয়ার সম্ভাবনা।

Advertisement

কাল থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় হেরে যাওয়া ভারতীয় দলে কোনও বদল হবে? অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ রেড্ডি। দুই ক্রিকেটারের পরীক্ষা শুরু আজ থেকে। রয়েছে আইএসএলের ম্যাচ।

আইপিএলে ১০ দল কোন পাঁচ জনকে রাখবে, জানা যাবে বিকেলে

আজ আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা। ১০টি দল জানিয়ে দেবে কোন পাঁচ জন ক্রিকেটারকে তারা ধরে রাখছে। তার পর আগামী মাসে হওয়ার কথা বড় নিলাম। একাধিক দলে বেশ কিছু বড় বদল হওয়ার সম্ভাবনা। ‘আইপিএল ২০২৫ রিটেনশন’ সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টেস্টে দলে কোনও বদল করবেন রোহিতেরা? সব খবর

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

কাল থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় হেরে যাওয়া ভারতীয় দলে কোনও বদল হবে? খেলা শুরুর আগের দিন কী বলছেন রোহিত শর্মা? ভারতীয় দলের সব খবর।

অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলের দুই ক্রিকেটারের পরীক্ষা শুরু

রোহিত শর্মা, বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফর শুরু হতে এখনও ২৩ দিন বাকি। তার আগেই সে দেশে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে দুই ভারতীয় ক্রিকেটারের পরীক্ষা। অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে থাকা অভিমন্যু ঈশ্বরণ ও নীতীশ রেড্ডি আজ ভারত এ দলের হয়ে খেলবেন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। চার দিনের টেস্ট শুরু ভোর ৫:৩০ থেকে।

আইএসএলে একটিই ম্যাচ, পঞ্জাব মুখোমুখি চেন্নাইয়িনের

আইএসএলে আজ একটি ম্যাচ। পঞ্জাব খেলবে চেন্নাইয়িনের সঙ্গে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্জাব চতুর্থ স্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে চেন্নাইয়িনের পয়েন্ট ৮। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনের খেলা

চলছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। বড় রান করেছে দক্ষিণ আফ্রিকা। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে।

আরও পড়ুন
Advertisement