Today’s Sports Events

সিডনিতে সিরিজ়ের ‘ফাইনাল’, রোহিতদের সব খবর, ফুটবলে বাংলা ভারতসেরা হতে পারবে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে পিছিয়ে ভারত। সিডনিতে ‘ফাইনাল’। হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন রোহিতেরা? আজ সন্তোষের ফাইনালে বাংলা-কেরল ম্যাচ। ক্রিকেটেও রয়েছে বাংলা-কেরল ম্যাচ। থাকছে আইপিএলের খবরও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৬:২৬

—ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে পিছিয়ে পড়েছে ভারত। মেলবোর্নে রোহিত শর্মার দল ১৮৪ রানে হারায় সিডনিতে ‘ফাইনাল’। শুক্রবার থেকে শুরু সিরিজ়ের পঞ্চম তথা শেষ টেস্ট। হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারবে ভারত?

Advertisement

আজ সন্তোষ ট্রফির ফাইনাল। বাংলার সামনে ভারতসেরা হওয়ার সুযোগ। খেলতে হবে কেরলের বিরুদ্ধে। তিন বছর আগের প্রতিশোধ নেওয়ার ম্যাচ বাংলার। ক্রিকেটেও রয়েছে বাংলা-কেরল ম্যাচ। থাকছে আইপিএলের খবরও।

শুক্রবার পঞ্চম টেস্ট, হারের ধাক্কা নতুন বছরে কাটাতে পারবে ভারত?

মেলবোর্ন টেস্টে হেরে সিরিজ়ে পিছিয়ে পড়েছে ভারত। ২-১ ফলে এগিয়ে থেকে সিডনিতে সিরিজ়ের শেষ টেস্টে খেলতে নামবে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে শুরু তৃতীয় টেস্ট। নতুন বছরে খেলতে নামার আগে হারের ধাক্কা কি কাটিয়ে উঠতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা? ভারতীয় দলের সব খবর।

ফুটবলে ভারতসেরা হবে বাংলা? সন্তোষের ফাইনালে বিপক্ষে কেরল, লক্ষ্য তিন বছর আগের প্রতিশোধ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

তিন বছর পর সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছে বাংলা। ২০২১-২২ মরসুমের মতো এ বারও বাংলার সামনে ফাইনালে কেরল। সে বার টাই ব্রেকারে হারতে হয়েছিল বাংলাকে। এ বার কি প্রতিশোধ নিতে পারবেন সঞ্জয় সেনের ছেলেরা? আজ খেলা হায়দরাবাদে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে দূরদর্শনে।

ফুটবলের মতো ক্রিকেটেও বাংলা বনাম কেরল ম্যাচ

ক্রিকেটেও আজ বাংলা বনাম কেরল ম্যাচ। দেশের এক দিনের ক্রিকেটের প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফির এই ম্যাচও হায়দরাবাদে। তবে ফুটবলের মতো এই বাংলা-কেরল ম্যাচ ফাইনাল নয়। এটি গ্রুপ পর্বের ম্যাচ। খেলা শুরু সকাল ৯টা থেকে।

আইপিএল শুরু হতে আর আড়াই মাস, সব খবর

আগামী বছরের আইপিএল শুরু হতে আর খুব দেরি নেই। ১৪ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। তার জন্য কী ভাবে তৈরি হচ্ছে বিভিন্ন দল? আইপিএলের সব খবর।

Advertisement
আরও পড়ুন