Today’s Sports Events

তৃতীয় টেস্টের আগে ভারতের প্রস্তুতি, আইপিএলের নিলামের খবর, থাকছে রঞ্জি, লা লিগাও

প্রথম দুই টেস্টে হারা ভারতীয় দলের সামনে কঠিন লড়াই। তৃতীয় টেস্টের প্রস্তুতির দিকে নজর থাকবে। আইপিএল নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার চূড়ান্ত তালিকা জানানোর দিনও এগিয়ে আসছে। সে দিকে নজর থাকবে। পাশাপাশি রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচ এবং লা লিগার খেলা রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ০৭:০৬

—ফাইল চিত্র।

প্রথম দুই টেস্টে হারা ভারতীয় দলের সামনে কঠিন লড়াই। সিরিজ়‌ে সম্মানরক্ষার লড়াইয়ে তৃতীয় টেস্টে নামবে তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে এই জয় গুরুত্বপূর্ণ। সেই টেস্টের প্রস্তুতির দিকে নজর থাকবে।

Advertisement

আইপিএল নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার চূড়ান্ত তালিকা জানানোর দিনও এগিয়ে আসছে। সে দিকে নজর থাকছে। পাশাপাশি রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচ এবং লা লিগার খেলা রয়েছে।

তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলের খবর

নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম দু’টি টেস্টেই হেরে সিরিজ় খুইয়েছে ভারত। ১ নভেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট। সেই টেস্টে জিতে কি মুখরক্ষা করতে পারবেন রোহিত শর্মারা? ভারতীয় দলের খবরের দিকে নজর থাকবে।

আইপিএলে নিলামের আগে ধরে রাখা হবে কোন কোন ক্রিকেটারকে, সব খবর

গ্রাফিক: সনৎ সিংহ।

আইপিএলের আগে ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর শেষ তারিখ এগিয়ে আসছে। ৩১ অক্টোবরের মধ্যে সব দলকেই সিদ্ধান্ত জানাতে হবে। কোন দল কী ভাবছে সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

রঞ্জিতে বাংলা-কেরল ম্যাচের তৃতীয় দিন

বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনে অল্প ওভার খেলা হয়েছে। কেরলের বিরুদ্ধে বাংলা কি জিততে পারবে? না কি আরও একটি ড্র অপেক্ষা করছে? খেলা শুরু সকাল ৯.৩০টা থেকে। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

লা লিগায় মায়োরকা বনাম আতলেতিক বিলবাও

লা লিগায় সোমবার রয়েছে একটিই ম্যাচ। পাঁচ নম্বরে থাকা আতলেতিকো বিলবাও নামবে মায়োরকার বিরুদ্ধে। জিতলে বিলবাওয়ের প্রথম চারে উঠে আসার সম্ভাবনা আরও বাড়বে। খেলা শুরু রাত ১.৩০টা থেকে। দেখা যাবে গ্যালাক্সি রেসার ওয়েবসাইট এবং অ্যাপে।

Advertisement
আরও পড়ুন