Today’s Sports Events

জমে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট, লিড নিতে পারবেন বুমরারা? আইএসএলে ২৪ দিন পর নামছে বাগান

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট শুরুতেই জমে গিয়েছে। লিড নিতে পারবে বুমরার দল? আইএসএলে ২৪ দিন পর নামছে মোহনবাগান। জিতলেই শীর্ষ স্থানে। রয়েছে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনার ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৬:৩৫

—ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় শুরুতেই জমে গিয়েছে। প্রথম দিনই পড়েছে ১৭টি উইকেট। আজ কি লিড নিতে পারবে ভারত? ভরসা ৪ উইকেট নেওয়া যশপ্রীত বুমরা।

Advertisement

আইএসএলে ২৪ দিন পর আজ নামছে মোহনবাগান। যুবভারতীতে খেলা জামশেদপুর এফসির বিরুদ্ধে। জিতলে শীর্ষ স্থানে চলে আসবে সবুজ-মেরুন। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনালের খেলা, স্প্যানিশ লিগে বার্সেলোনার ম্যাচ।

প্রথম টেস্টে ভারত লিড নিতে পারবে? দ্বিতীয় দিনের খেলা

পার‌্থ টেস্টে প্রথম দিনই পড়ল ১৭টি উইকেট। ভারত ১৫০ রানে শেষ। জবাবে একেবারেই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ৬৭ রান তুলতেই ৭ উইকেট পড়ে গিয়েছে অসিদের। আজ দ্বিতীয় দিন ভারত কি বড় রানের লিড নিতে পারবে? খেলা শুরু সকাল ৭:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

২৪ দিন পর আইএসএলে নামছে মোহনবাগান, শীর্ষ স্থানে আসার লক্ষ্যে দিমিরা

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে ২৪ দিন পর আজ আবার নামছে মোহনবাগান। বিপক্ষে জামশেদপুর এফসি। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। আজ জিতলে শীর্ষে থাকা সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে ধরে ফেলবেন দিমিত্রি পেত্রাতোসেরা। উল্টো দিকে জামশেদপুর জিতলে তারা মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে আরও একটি ম্যাচ। মুখোমুখি পঞ্জাব এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি। জামশেদপুর (সাত ম্যাচ), পঞ্জাব (ছয় ম্যাচ), নর্থইস্ট (আট ম্যাচ) তিন দলেরই ১২ পয়েন্ট। তিন দলেরই দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে। এই ম্যাচ বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ, খেলবে চেলসি, সিটি, আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সাতটি ম্যাচ। রয়েছে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনালের ম্যাচ। চেলসি খেলবে লিস্টার সিটির সঙ্গে। খেলা সন্ধ্যা ৬টা থেকে। ম্যাঞ্চেস্টার সিটির সামনে টটেনহ্যাম। খেলা রাত ১১টায়। আর্সেনাল মুখোমুখি নটিংহ্যাম ফরেস্টের। খেলা রাত ৮:৩০ থেকে। একই সময়ে রয়েছে ফুলহ্যাম-উলভস, এভার্টন-ব্রেন্টফোর্ড, বোর্নমাউথ-ব্রাইটন, অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেস ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

লা লিগায় বার্সেলোনার খেলা, এ ছাড়াও রয়েছে চারটি ম্যাচ

স্প্যানিশ লিগে আজ বার্সেলোনার ম্যাচ। বিপক্ষে সেল্টা ভিগো। খেলা রাত ১:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে ভ্যালেন্সিয়া-রিয়াল বেটিস (সন্ধ্যা ৬:৩০), অ্যাটলেটিকো মাদ্রিদ-আলাভেস (রাত ৮:৪৫), জিরোনা-এসপানিয়ল (রাত ১১টা), লাস পামাস-মায়োরকা (রাত ১১টা) ম্যাচ।

আরও পড়ুন
Advertisement