Today’s Sports Events

মেলবোর্ন টেস্টের আগে ভারতের প্রস্তুতির খবর, রয়েছে আইএসএলের ম্যাচ, আর কী কী

মেলবোর্নে চতুর্থ টেস্ট শুরু বৃহস্পতিবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাকি দুই টেস্ট জিততেই হবে ভারতকে। গত বারের অস্ট্রেলিয়া সফরে জিতেছে তারা। এ বার কি হবে? এ ছাড়া আইএসএলের ম্যাচ, তিন প্রধান এবং আইপিএলের খবর থাকছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৬:২৪

—ফাইল চিত্র।

মেলবোর্নে চতুর্থ টেস্ট শুরু বৃহস্পতিবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাকি দুই টেস্ট জিততেই হবে ভারতকে। গত বারের অস্ট্রেলিয়া সফরে জিতেছে তারা। এ বার কি হবে? এ ছাড়া আইএসএলের ম্যাচ, তিন প্রধান এবং আইপিএলের খবর থাকছে।

Advertisement

মেলবোর্নে বৃহস্পতিবার শুরু চতুর্থ টেস্ট, সব খবর

মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে অনুশীলন শুরু করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু টেস্ট। সিরিজ়‌ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে তারা। দলের প্রথম একাদশে কোনও বদল হয় কি না সে সংক্রান্ত খবরের দিকে চোখ থাকবে।

চলতি বছরে বাকি আর একটাই ম্যাচ, থাকছে তিন প্রধানের খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান, তিন দলেরই এ বছর একটি করে ম্যাচ বাকি। মহমেডান বাদে বাকি দুই প্রধান অ্যাওয়ে ম্যাচ খেলবে। জিতেই কি বছর শেষ করতে পারবে তারা? আইএসএলের সব খবরের দিকে চোখ থাকবে।

আইএসএলে হায়দরাবাদের সঙ্গে খেলবে নর্থইস্ট

আইএসএলে ১২ নম্বর স্থানে রয়েছে হায়দরাবাদ। চলতি মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না তাদের। সোমবার আইএসএলে তারা খেলতে নামবে নর্থইস্টের বিরুদ্ধে। হায়দরাবাদ জিতলেও একই জায়গায় থাকবে। নর্থইস্টের কাছে সুযোগ ষষ্ঠ স্থানে ওঠার। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু খেলা। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ এবং জিয়ো সিনেমা অ্যাপে।

আইপিএলের আগে সব দলের খবর

ভারতীয় দল অস্ট্রেলিয়ায় ব্যস্ত থাকলেও আইপিএলের প্রস্তুতি থেমে নেই। অনেক দলই নিজেদের মতো করে ছোট ছোট শিবির গড়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন