Today’s Sports Events

ডার্বি নেই, দুই প্রধানের সব খবর, নামছে ম্যাঞ্চেস্টার, লা লিগায় অভিযান শুরু এমবাপের

রবিবারের কলকাতা ডার্বি বাতিল হলেও ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে দুই দলই উঠেছে। তাদের খবর থাকবে নজরে। ইপিএলে ম্যাঞ্চেস্টার সিটি নামছে চেলসির বিরুদ্ধে। লা লিগায় অভিষেক হতে পারে কিলিয়ান এমবাপের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ০৭:৩০

গ্রাফিক: সনৎ সিংহ।

রবিবারের কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলা দেখা হচ্ছে না সমর্থকদের। তবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে দুই দলই উঠেছে। তাদের খবর থাকবে নজরে।

Advertisement

আজ ইপিএলেও বড় ম্যাচ রয়েছে। গত বারের বিজয়ী ম্যাঞ্চেস্টার সিটি প্রথম বার খেলতে নামছে। তাদের সামনে চেলসি। এতিহাদ স্টেডিয়ামে হবে খেলা। লা লিগায় অভিষেক হতে পারে কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদকে ইতিমধ্যেই ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকাও।

ডুরান্ডে বাতিল বড় ম্যাচ, দুই প্রধানের সব খবর

কলকাতা ডার্বি বাতিল হয়ে গেলেও ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে গিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুই প্রধানের প্রতিপক্ষ কারা হবে? কেমন চলছে প্রস্তুতি? আজ থাকছে সেই সংক্রান্ত খবরও।

ইপিএলে রবিবার বড় ম্যাচ, নামছে ম্যাঞ্চেস্টার সিটি, বিপক্ষে চেলসি

গ্রাফিক: সনৎ সিংহ।

ইপিএলের তৃতীয় দিনে বড় ম্যাচ। আজ খেলতে নামছে গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। বিপক্ষে এনজো মারেসকার চেলসি। টানা পাঁচ বার লিগ জয়ের লক্ষ্য নিয়ে নামছে পেপ গুয়ার্দিওলার সিটি। এই ম্যাচ ৯.৩০ থেকে। তার আগে, ব্রেন্টফোর্ড বনাম ক্রিস্টাল প্যালেস খেলবে সন্ধ্যা ৬.৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট চ্যানেলে।

লা লিগায় কি রবিবার এমবাপের অভিষেক?

কিছু দিন আগেই রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন কিলিয়ান এমবাপে। নিজেও গোল করেছেন। রবিবার লা লিগায় অভিষেক হতে পারে এমবাপের। লা লিগা ধরে রাখার লড়াইয়ে মায়োরকার বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল। সেই ম্যাচ রাত ১টা থেকে। তার আগে খেলবে রিয়াল সোসিয়েদাদ এবং রায়ো ভায়েকানো। সেই ম্যাচ রাত ১০.৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল এবং ভুট অ্যাপে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জিতল দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়‌কে ৪০ রানে হরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তিন দিনেই হয়ে গেল ম্যাচের ফয়সালা। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কেশব মহারাজ।

আরও পড়ুন
Advertisement