Today’s Sports Events

ভারতীয় দলে বদল? রোহিত আবার শুরুতে? টেস্টের আগে সব খবর, আবার শামির পরীক্ষা, আর কী কী

শনিবার শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ভারতীয় দলে বদল হবে কি, রোহিত আবার শুরুতে? দুই দলের সব খবর। মুস্তাক আলির কোয়ার্টারে বাংলা-বরোদা লড়াই। থাকছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, বিশ্ব দাবা, ভারত-অস্ট্রেলিয়া মেয়েদের এক দিনের ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০৬:২৬

— ফাইল চিত্র।

সিরিজ়ের ফল এখন ১-১। এই অবস্থায় শনিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ভারতীয় দলে বদল হবে কি, রোহিত কি আবার শুরুতে নামবেন? দুই দলের সব খবর।

Advertisement

মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে আজ আবার নামছেন মহম্মদ শামি। কোয়ার্টার ফাইনালে বাংলার লড়াই বরোদার সঙ্গে। এছাড়াও থাকছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ন’টি ম্যাচ, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে গুকেশ বনাম লিরেন লড়াই, ভারত-অস্ট্রেলিয়া মেয়েদের এক দিনের ম্যাচ।

রোহিত কি ওপেনিংয়ে ফিরবেন, তৃতীয় টেস্টের আগে ভারতের খবর

শনিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ় এখন ১-১। ব্রিসবেন টেস্টের আগে বড় প্রশ্ন, ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কি না, রোহিত শর্মা কি আবার ওপেনিংয়ে ফিরবেন? অনুশীলন থেকে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে তাতে রোহিত সম্ভবত মিডল অর্ডারেই নামবেন। দুই দলের সব খবর।

আবার নজর শামির দিকে, মুস্তাক আলি টি২০ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলা বনাম বরোদা ম্যাচ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলা। আগের ম্যাচে মহম্মদ শামি ব্যাট হাতে দলকে কোয়ার্টারে তুলেছেন। আজ বিপক্ষে বরোদা। এই ম্যাচেও নজর থাকবে শামির দিকেই। খেলা শুরু সকাল ১১টা থেকে। তার আগে সকাল ৯টা থেকে রয়েছে মধ্যপ্রদেশ বনাম সৌরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল। পরে দুপুর ১:৩০ থেকে মুম্বই-বিদর্ভ এবং বিকেল ৪:৩০ থেকে রয়েছে দিল্লি-উত্তরপ্রদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগে ন’টি খেলা, রয়েছে বড় ম্যাচ, খেলবে বার্সা, আর্সেনালও

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজও ন’টি ম্যাচ। তার মধ্যে রয়েছে জুভেন্টাস-ম্যাঞ্চেস্টার সিটি বড় ম্যাচ। খেলা রাত ১:৩০ থেকে। একই সময়ে নামছে বার্সেলোনা, আর্সেনালও। বার্সা খেলবে ডর্টমুন্ডের সঙ্গে। আর্সেনালের সামনে মোনাকো। এছাড়াও রাত ১:৩০ থেকে রয়েছে বেনফিকা-বোলোগ্না, এসি মিলান-ক্রাভেনা জেভেদা, ফেনর্ড-স্পার্টা প্রাহা, ভিএফবি স্টুটগার্ট-ইয়ং বয়েজ় ম্যাচ। রাত ১১:১৫ থেকে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ-স্লোভান ব্রাতিস্লাভা এবং এলওসিএস-স্টার্ম গ্রাজ় ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ত্রয়োদশ গেম, লড়াই গুকেশ বনাম লিরেনের

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে আজ ত্রয়োদশ গেম। ১২টি গেমের পর ভারতের ডোম্মারাজু গুকেশ এবং চিনের ডিং লিরেন ৬-৬ পয়েন্টে রয়েছেন। দু’জনেই দু’টি করে গেম জিতেছেন। বাকি গেম ড্র হয়েছে। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে।

ভারত বনাম অস্ট্রেলিয়া মেয়েদের এক দিনের ম্যাচ

অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের এক দিনের সিরিজ় ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। হরমনপ্রীত কউরের দল প্রথম দু’টি ম্যাচে হেরে গিয়েছে। আজ শেষ ম্যাচ। এই ম্যাচে জিতে মুখরক্ষা করতে পারবেন হরমনপ্রীতেরা? খেলা শুরু সকাল ৮:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

Advertisement
আরও পড়ুন