Today’s Sports Events

১০ দিন পর নামছেন রোহিতেরা, বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতির খবর, ফুটবলে আর্জেন্টিনার ম্যাচ

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? ফুটবলে জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নামছে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০০
Graphical Representation

গ্রাফিক: সনৎ সিংহ।

১০ দিন পর শুরু বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ়। কোন এগারো জনকে খেলাতে পারে রোহিত শর্মার দল? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? ইউরোপের নেশনস লিগ ফুটবলে জার্মানি বনাম নেদারল্যান্ডস ম্যাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নামছে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রয়েছে আফগানিস্তান বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে রোহিতদের একাদশ?

দশ দিন পর মাঠে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের দুই টেস্টের সিরিজ়। ভারতের দল ঘোষণা হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে থেকে কোন ১১ জন থাকবেন প্রথম দলে? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? ভারতীয় দলের সব খবর।

ইউরোপীয় ফুটবলে মুখোমুখি নেদারল্যান্ডস ও জার্মানি, রয়েছে আরও আটটি ম্যাচ

গ্রাফিক: সনৎ সিংহ।

ইউরোপীয় ফুটবলে আজও বড় ম্যাচ। মুখোমুখি জার্মানি ও নেদারল্যান্ডস। খেলা শুরু রাত ১২:১৫ থেকে। একই সময়ে রয়েছে আয়ারল্যান্ড-গ্রিস, আলবেনিয়া-জর্জিয়া, ইংল্যান্ড-ফিনল্যান্ড, চেকিয়া-ইউক্রেন, অ্যান্ডোরা-মাল্টা, হাঙ্গেরি-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, নর্থ ম্যাসিডোনিয়া-আর্মেনিয়া ম্যাচ। রাত ৯:৩০ থেকে রয়েছে লাটভিয়া-ফ্যারো আইল্যান্ড ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আজ আবার নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার যোগ্যতা অর্জন পর্বে আজ আবার নামছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের খেলতে হবে কলম্বিয়ার বিরুদ্ধে। খেলা রাত ২টো থেকে। ইকুয়েডর-পেরু, চিলি-বলিভিয়া ম্যাচ রাত ২:৩০ থেকে। রাত ৩:৩০ থেকে ভেনিজুয়েলা-উরুগুয়ে ম্যাচ।

আফগানিস্তান বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট, আজ দ্বিতীয় দিনের খেলা

ভারতের মাটিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে আফগানিস্তান। একটিই টেস্টের সিরিজ়। প্রথম দিন মাঠ ভিজে থাকার কারণে একটি বলও খেলা হয়নি। গ্রেটার নয়ডায় দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউরোস্পোর্ট চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement