গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজ দীর্ঘ দিন পর নামছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে পর পর দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দল। মহমেডানকে হারিয়ে আইএসএলে প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্যে লাল-হলুদ। অস্ট্রেলিয়া সফরে ভারত এ দলের ব্যাটিং ব্যর্থতা চলছেই। চার দিনের টেস্টে আজ তৃতীয় দিনের খেলা। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ছ’টি ম্যাচ, রঞ্জি ট্রফির খেলা।
টানা দু’ম্যাচ জেতা ইস্টবেঙ্গল আইএসএলে প্রথম জয় পাবে?
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পর পর দু’টি ম্যাচ জিতে দেশে ফেরার পর আজ প্রথম নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে প্রতিপক্ষ মহমেডান। আইএসএলে জেতা তো দূরের কথা এখনও পয়েন্টই পায়নি লাল-হলুদ। ছ’টি ম্যাচ খেলে ছ’টিতেই হারতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতের দলকে। যুবভারতীতে আজ কি প্রথম জয়ের মুখ দেখবে তারা? মহমেডান ছ’টি ম্যাচ খেলে একটি জিতেছে, একটি ড্র করেছে। বাকি চারটি ম্যাচ হেরেছে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে আরও একটি ম্যাচ। চেন্নাইয়িন এফসি তাদের ঘরের মাঠে খেলবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচ বিকেল ৫টা থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
আবার ব্যর্থ অভিমন্যু, রুতুরাজ রাহুলেরা, অস্ট্রেলিয়ায় ভারত এ দলের টেস্টে তৃতীয় দিনের খেলা
অস্ট্রেলিয়া সফরে ভারত এ দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। প্রথম ইনিংসের থেকেও বেশি খারাপ ব্যাটিং দ্বিতীয় ইনিংসে। ৭৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে ভারত এ। অভিমন্যু ঈশ্বরণ, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়েরা ব্যর্থ। চার দিনের টেস্টে আজ তৃতীয় দিনের খেলা। মেলবোর্নে খেলা শুরু ভারতীয় সময় ভোর ৪:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ছ’টি ম্যাচ, খেলবে সিটি, লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ছ’টি ম্যাচ। খেলবে ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল। সিটির সামনে ব্রাইটন। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে হালান্ডেরা দ্বিতীয় স্থানে। খেলা রাত ১১টা থেকে। সমসংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুল খেলবে অ্যাস্টন ভিলার সঙ্গে। এই ম্যাচ রাত ১:৩০ থেকে। তার আগে রাত ৮:৩০ থেকে রয়েছে উলভস-সাদাম্পটন, ওয়েস্টহ্যাম-এভার্টন, ব্রেন্টফোর্ড-বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস-ফুলহ্যাম ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
রঞ্জিতে বাংলা বনাম কর্নাটক ম্যাচের শেষ দিনের খেলা
রঞ্জি ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলা। অনুষ্টুপ মজুমদারদের ৩০১ রানের জবাবে কর্নাটক প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছে ২২১ রানে। আজ শেষ দিনের খেলা। ম্যাচ শুরু সকাল ৯:৩০ থেকে।