—ফাইল চিত্র।
পার্থ টেস্টে জয় পাওয়ার পর অ্যাডিলেডে হেরে গিয়েছে ভারত। সিরিজ়ে সমতা ফিরেছে। ভারতীয় দলের লড়াই এ বার ব্রিসবেনে। হারের পর শিবিরের সব খবরের দিকে চোখ থাকবে। এ ছাড়া ক্রিকেটে রয়েছে বাংলার ম্যাচ। ফুটবল বিদেশি লিগ। চোখ থাকবে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকেও।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতের খবর
অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হেরে গিয়েছে ভারত। সিরিজ়ে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। এর পর ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু ১৪ ডিসেম্বর থেকে। হারের পর ভারতীয় শিবিরের খবরের দিকে নজর থাকবে।
সৈয়দ মুস্তাক আলির নকআউটে খেলতে নামবেন বাংলার শামি
অস্ট্রেলিয়া সিরিজ়ের শেষ পর্বে খেলার সম্ভাবনা রয়েছে মহম্মদ শামির। তার আগে সৈয়দ মুস্তাক আলির নকআউট ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। সকাল ১১টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
বিদেশি ফুটবলে দুই দেশের লিগের ম্যাচ
ইংল্যান্ড এবং স্পেনের ঘরোয়া লিগের দু’টি ম্যাচ রয়েছে। ইপিএলে সমস্যায় থাকা দুই দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে। স্পেনের লিগে মুখোমুখি গেটাফে এবং এসপ্যানিয়ল। দু’টি ম্যাচই রাত ১.৩০টা থেকে। ইপিএল দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট এবং ডিজ়নি হটস্টার অ্যাপে। স্পেনের লিগ দেখা যাবে গ্যালাক্সি রেসার ওয়েবসাইট এবং অ্যাপে।
দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশ-লিরেনের ম্যাচ
দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১২তম ম্যাচে নামছেন ভারতের ডি গুকেশ এবং চিনের ডিং লিরেন। দাবায় কে বিশ্বসেরা হবেন সে দিকে নজর থাকবে।