গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
‘রিটেনশন’ ঘোষণার পর আরও এক ধাপ এগিয়েছে আইপিএল। ১৫৭৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন নিলামের জন্য। আইপিএলের সব খবর। অস্ট্রেলিয়া সফরে আজ থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত এ দল। রঞ্জিতে বাংলার ম্যাচ, দ্বিতীয় দিনের খেলা। রয়েছে আইএসএলের ম্যাচ।
নিলামে নথিভুক্ত ১৫৭৪ জন, আইপিএলের সব দলের সব খবর
‘রিটেনশন’ ঘোষণার পর আরও এক ধাপ এগিয়েছে আইপিএল। সরকারি ভাবে জানানো হয়েছে ২৪ ও ২৫ নভেম্বর হবে বড় নিলাম। মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন নিলামের জন্য। এঁদের মধ্যে নেওয়া হবে ২০৪ জনকে। আইপিএলের সব খবর।
অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বার পরীক্ষায় বসছেন অভিমন্যুরা, ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের টেস্ট
অস্ট্রেলিয়া সফরে আজ থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত এ দল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার দিনের টেস্ট শুরু ভোর ৫টা থেকে। প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছিলেন রুতুরাজ গায়কোয়াড়, অভিমন্যু ঈশ্বরণেরা। অভিমন্যু ছাড়াও এই দলের দু’জন ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণ এবং নীতীশ রে়ড্ডি রয়েছেন ভারতের টেস্ট দলে। তাঁরা কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন?
রঞ্জিতে ব্যাটারেরা রান পেলেও অস্বস্তিতে বাংলা, দ্বিতীয় দিনের খেলা
রঞ্জি ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে খেলছে বাংলা। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার প্রথম দিনই শতরান করেছেন। রান পেয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদও। তবু দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই দল। ২৪৯ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে বাংলা। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।
আইএসএলে কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ
আইএসএলে আজ মুখোমুখি কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসি। দু’টি দলই পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে। কেরালার সাত ম্যাচে ৮ পয়েন্ট। তারা ১০ নম্বরে। হায়দরাবাদের ছ’ম্যাচে ৪ পয়েন্ট। তারা ১১ নম্বরে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।