Today’s Sports Events

সিরিজ় বাঁচাতে লড়াই ভারতের, বাংলার হয়ে নামবেন শামি, আর কী কী

সিডনি টেস্টে দ্বিতীয় দিনেই খেলা অনেকটা শেষ হয়ে গিয়েছে। রবিবার তৃতীয় দিনেই ফলাফল পাওয়া যেতে পারে। আজ রয়েছে বাংলার ম্যাচ। খেলতে নামবেন মহম্মদ শামি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা পাকিস্তান টেস্ট রয়েছে। ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে আইএসএল এবং ইপিএলের ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৬:২২

—ফাইল চিত্র।

সিডনি টেস্টে দ্বিতীয় দিনেই খেলা অনেকটা শেষ হয়ে গিয়েছে। রবিবার তৃতীয় দিনেই ফলাফল পাওয়া যেতে পারে। ভারতের লক্ষ্য থাকবে আরও বেশি রান করে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য দেওয়া। অস্ট্রেলিয়া রান তাড়া করলে জিতলেই সিরিজ়‌ তাদের পকেটে। ফিরে পাবে বর্ডার-গাওস্কর ট্রফিও।

Advertisement

আজ রয়েছে বাংলার ম্যাচ। খেলতে নামবেন মহম্মদ শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলা। এ ছাড়া রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান টেস্ট। ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে আইএসএল এবং ইপিএলের ম্যাচ।

তৃতীয় দিনেই কি শেষ হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ টেস্ট?

আজ রবিবার তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া শেষ টেস্ট। তৃতীয় দিনের শেষে ভারত ৬ উইকেটে ১৪১ রান তুলেছে। তারা এগিয়ে ১৪৫ রানে, হাতে ৪ উইকেট। ম্যাচ কি বাঁচাতে পারবে ভারত? চতুর্থ দিনের খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

বাংলার হয়ে নামছেন মহম্মদ শামি, লক্ষ্য ইংল্যান্ড সিরিজ় ও চ্যাম্পিয়ন্স ট্রফি, খেলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আজ বিজয় হজারে ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলা। এই ম্যাচেও খেলার কথা মহম্মদ শামির। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে কি তিনি ভারতীয় দলে ফিরবেন? অবশ্যই শামির পরবর্তী লক্ষ্য তার পরের চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যেই নকআউট পর্বে পৌঁছে গিয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। আজ সামনে মধ্যপ্রদেশ। খেলা শুরু সকাল ৯টা থেকে।

আইএসএলে আজ লড়াই পঞ্জাব ও কেরলের

দুই দলই আইএসএলের তালিকায় প্রথম ছয়ের বাইরে রয়েছে। রবিবার যারা জিতবে তারা প্রথম ছয়ের দিকে এগিয়ে যাবে। আটে থাকা পঞ্জাবের কাছেই সবচেয়ে ভাল সুযোগ পয়েন্ট তালিকায় উপরের দিকে ওঠার। সন্ধ্যা ৭.৩০টা থেকে ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

দক্ষিণ আফ্রিকার রানের পাল্টা লড়াই দেবে পাকিস্তান?

দ্বিতীয় টেস্টে রায়ান রিকেলটনের দ্বিশতরানের জেরে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা। এই রান টপকাতে বেশ পরিশ্রম করতে হবে পাকিস্তানকে। দ্বিতীয় টেস্টে জিতে কি তারা সম্মান ফেরাতে পারবে? দুপুর ২টো থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

ইপিএলে বড় ম্যাচে আজ মুখোমুখি লিভারপুল-ম্যান ইউ

ইপিএলে দুই বিপরীত মেরুতে থাকা দল মুখোমুখি হচ্ছে রবিবার। এক দিনে টানা জয়ে লিগের এক নম্বরে থাকা লিভারপুল। অন্য দিকে অবনমনের আশঙ্কায় থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে খেলা শুরু রাত ১০টা থেকে। তার আগে ফুলহ্যামের সঙ্গে খেলবে ইপ্সউইচ টাউন। সেই ম্যাচ ৭.৩০টা থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট চ্যানেল এবং হটস্টার অ্যাপে।

Advertisement
আরও পড়ুন