—ফাইল চিত্র।
প্রথম দু’টি টেস্টে হারার পর তৃতীয় টেস্টেও চাপে ভারত। নিউ জ়িল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত প্রথম দিনের শেষে ৪ উইকেটে ৮৬ রান তুলেছে। ভরসা শুভমন গিল ও ঋষভ পন্থ। ঘুরে দাঁড়াবে ভারত?
আইএসএলে সপ্তম ম্যাচে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। পয়েন্ট তালিকায় সুনীলরাই শীর্ষে। এ বারের আইএসএলে বেঙ্গালুরুই একমাত্র দল যারা এখনও পর্যন্ত হারেনি। আজ সামনে গোয়া। রয়েছে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের টেস্ট, আইপিএলের খবর।
চাপে ভারত, কিউয়িদের বিরুদ্ধে গিল, পন্থের ব্যাটে ঘুরে দাঁড়াবে দল?
ভারতের ব্যাটিং ব্যর্থতা চলছেই। তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। নিউ জ়িল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত প্রথম দিনের শেষে ৪ উইকেটে ৮৬ রান তুলেছে। রোহিত, কোহলি ছাড়াও ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ়। আজ ভারতকে লড়াইয়ে ফেরানোর দায়িত্ব শুভমন গিল ও ঋষভ পন্থের। দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
আইপিএলের নিলামে কারা কাদের জন্য ঝাঁপাবে, কী ভাবে তৈরি হচ্ছে দলগুলি?
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ১০টি দলই জানিয়ে দিয়েছে, তারা কাদের ধরে রাখছে। এ বার অপেক্ষা বড় নিলামের। কোন দল কার জন্য ঝাঁপাবে, কী ভাবে তৈরি হচ্ছে তারা? সব খবর।
আইএসএলে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর সামনে গোয়া
আইএসএলে আজ সপ্তম ম্যাচে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। পয়েন্ট তালিকায় সুনীলরাই শীর্ষে। এ বারের আইএসএলে বেঙ্গালুরুই একমাত্র দল যারা এখনও পর্যন্ত হারেনি। ছ’টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৬। পাঁচটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে। আজ অ্যাওয়ে ম্যাচে সুনীলদের প্রতিপক্ষ গোয়া। ছ’ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় দশম স্থানে রয়েছে গোয়া। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ টেস্টের তৃতীয় দিনের খেলা
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারত এ দল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার দিনের টেস্টে শতরানের পথে দেবদত্ত পাড়িক্কল ও সাই সুদর্শন। দ্বিতীয় দিনের শেষে সুদর্শন ৯৬ রানে ও পাড়িক্কল ৮০ রানে উইকেটে। ভারত এ দল দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২০৮। তারা ১২০ রানে এগিয়ে। হাতে ৮ উইকেট। তৃতীয় দিনের খেলা ভোর ৫:৩০ থেকে।