ছবি: পিটিআই
ইতিহাস গড়ল ভারত। প্রথম বার টমাস কাপ জিতল তারা।
HISTORY SCRIPTED 🥺❤️
— BAI Media (@BAI_Media) May 15, 2022
Pure show of grit and determination & India becomes the #ThomasCup champion for the 1️⃣st time in style, beating 14 times champions Indonesia 3-0 in the finals 😎
It's coming home! 🫶🏻#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/GQ9pQmsSvP
১১-৮ ব্যবধানে এগিয়ে শ্রীকান্ত।
তৃতীয় ম্যাচে খেলছেন শ্রীকান্ত। প্রথম গেমে তিনি এগিয়ে ১৬-১৫।
চিরাগ এবং সাত্ত্বিক হারিয়ে দিলেন ইন্দোনেশিয়াকে। খেলার ফল ১৮-২১, ২৩-২১, ২১-১৯। আর একটি ম্যাচ জিতলেই টমাস কাপ ভারতের।
They did it, they did it again 🥺❤️
— BAI Media (@BAI_Media) May 15, 2022
Brothers of destruction give 2-0 lead 💥
1 win away from making history 🤞#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/Pn7m0hHhuZ
১১-৯ ব্যবধানে এগিয়ে চিরাগরা। এই গেম জিতলে টমাস কাপের ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ ভারতের সামনে।
চিরাগ এবং সাত্ত্বিকের লড়াই বাড়িয়ে দিল ভারতের উৎসাহ। পিছিয়ে থেকেও যে ম্যাচ জেতা যায়, তা বুঝিয়ে দিল ভারতীয় জুটি।
Whaaaaaaaaaaat a thrilling finish to the 2nd game, win it 23-21 🔥
— BAI Media (@BAI_Media) May 15, 2022
🔝 gameplay and composure by Satwik/Chirag 🙌
It's 1 game a piece, onto the decider 🤞#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton
১৪-১৬ ব্যবধানে পিছিয়ে গেল ভারত।
ডাবলসে ভারত এগিয়ে ১১-৬ ব্যবধানে।
৭-৪ ব্যবধানে এগিয়ে ভারত। চিরাগরা চেষ্টা করছেন ইন্দোনেশিয়ার ডাবলসে সেরা দুই খেলোয়াড়কে হারানোর।
চিরাগরা প্রথম গেমে হেরে গেলেন ১৮-২১ ব্যবধানে।
লক্ষ্য সেন জেতায় কিছুটা স্বস্তিতে ভারত। পরের ম্যাচে চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডির জুটি মুখোমুখি হবে মহম্মদ এহসান এবং কেভিন সঞ্জয় সুকামুজোর।
প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জিনটিংকে হারিয়ে দিলেন তিনি।
Supersen mode 🔛@lakshya_sen demoslishes Olympic 🥉 medlist, Perfect start 🤩💪#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/yvS5W797I3
— BAI Media (@BAI_Media) May 15, 2022
২-৫ ব্যবধানে পিছিয়ে রয়েছেন লক্ষ্য। এই গেম হারলে ম্যাচটাই হেরে যাবেন লক্ষ্য।
দ্বিতীয় গেমে জয় পেলেন লক্ষ্য। শেষ গেম জিতলেই ম্যাচ পকেটে তাঁর।
জিনটিংয়ের বিরুদ্ধে দ্বিতীয় গেমে ১১-৭ ব্যবধানে এগিয়ে লক্ষ্য।
লক্ষ্য হেরে গেলেন ৮-২১ ব্যবধানে। পরের গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লক্ষ্য।
লক্ষ্যর কিছু ভুলেই এগিয়ে গেল বিপক্ষ।
৩-২ ব্যবধানে এগিয়ে গেলেন ভারতের লক্ষ্য।
প্রথম ম্যাচ লক্ষ্যর। কোর্টে নামার আগে ভারতীয় খেলোয়াড়দের দেশের নামে জয়ধ্বনি।
Bharat mata ki jai 💪#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/XtgvVh7kkS
— BAI Media (@BAI_Media) May 15, 2022
কোর্টে নামার জন্য উদগ্রীব লক্ষ্য। জয়ের জন্য মরিয়া ভারতীয় শাটলাররা। প্রথম ম্যাচ খেলবেন লক্ষ্য। তাঁর সামনে ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা।
The last hurdle. The big one. Let's do this, TOGETHER.
— Lakshya Sen (@lakshya_sen) May 14, 2022
This is INDIA. #ThomasAndUberCup2022 #TUC2022 #BWF pic.twitter.com/bvSU8XrsrQ