উইকেট নিয়ে উচ্ছ্বাস আন্দ্রে রাসেলের। ছবি: আইসিসি।
দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়। উগান্ডাকে ১৩৪ রানে হারিয়ে দিলেন রভম্যান পাওয়েলরা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ় করে ৫ উইকেটে ১৭৩ রান। জবাবে ১২ ওভারে ৩৯ রানে শেষ হয়ে যায় উগান্ডার ইনিংস।
দুর্বল উগান্ডার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ব্যাটারই বড় রান করতে পারলেন না। প্রতিযোগিতার পরবর্তী পর্বে যা চিন্তায় রাখতে পারে পাওয়েলের দলকে। ওপেনার ব্রেন্ডন কিং করলেন ৮ বলে ১৩ রান। অন্য ওপেনার জনসন চার্লস ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে করলেন ৪২ বলে ৪৪ রান। তিন নম্বরে নামা নিকোলাস পুরানের অবদান ১৭ বলে ২২। পাওয়েল (১৮ বলে ২৩), শার্ফেন রাদারফোর্ডও (১৬ বলে ২২) ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ১৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ৬টি চার। ২২ গজে তাঁর সঙ্গী ছিলেন রোমারিয়ো শেফার্ড (অপরাজিত ৫)।
উগান্ডার সফলতম বোলার ব্রায়ান মাসাবা ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন। ১৬ রানে ১ উইকেট অল্পেশ রামজানির। ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন দীনেশ নকরানি।
জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না উগান্ডার ব্যাটারেরা। ১২ ওভারে ৩৯ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ়ের আকেল হোসেন একাই নিলেন ৫ উইকেট। ৪ ওভারে খরচ করলেন ১১ রান। উগান্ডার পক্ষে সর্বোচ্চ রান নয় নম্বরে ব্যাট করতে নামা জুমা মিয়াগির ২০ বলে অপরাজিত ১৩। উগান্ডার আর কোনও ব্যাটার দু’অঙ্কের রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান রবিনসন ওবুয়ার ৮ বলে ৬। উগান্ডার ইনিংসে চার হয়েছে ৩টি। কেউ ছয় মারতে পারেননি।
হোসেন ছাড়া আলজ়ারি জোসেফ ৬ রানে ২ উইকেট নিয়েছেন। ৯ রানে ১ উইকেট শেফার্ডের। ৪ রানে ১ উইকেট রাসেলের। ৬ রানে ১ উইকেট গুদাকেশ মোতির।