T20 World Cup 2024

চিন্তা রোহিতদের ব্যাটিং, বুধবার আমেরিকার বিরুদ্ধে ভারতীয় দলে জোড়া বদলের সম্ভাবনা

বুধবার আমেরিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতলেই সুপার ৮-এ এক পা দিয়ে দেবেন রোহিত শর্মারা। আমেরিকার বিরুদ্ধে ভারতীয় দলে জোড়া বদল হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ১০:১৪
cricket

হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে), এবং রোহিত শর্মা। ছবি: পিটিআই।

পাকিস্তানকে হারিয়েও বেরিয়ে পড়েছে ভারতের ব্যাটিংয়ের খারাপ হাল। বোলারেরা না থাকলে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হত রোহিত শর্মাদের। বুধবার প্রতিপক্ষ আমেরিকা। চলতি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে আমেরিকা। তাই তাদের হালকা ভাবে নিতে পারবে না ভারত। আমেরিকাকে হারাতে পারলেই সুপার ৮-এ এক পা দিয়ে দেবেন রোহিতেরা। তাই আমেরিকার বিরুদ্ধে ভারতীয় দলে জোড়া বদল হতে পারে।

Advertisement

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:

১) রোহিত শর্মা— দলের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভাল করেছিলেন। আমেরিকার বিরুদ্ধে ব্যাটে বড় রান চাইছেন রোহিত।

২) বিরাট কোহলি— আইপিএলে ফর্মে থাকা বিরাট বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যর্থ। তৃতীয় ম্যাচে ফর্মে ফিরতে চাইবেন তিনি। নইলে তাঁর ওপেনিংয়ে খেলা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

৩) ঋষভ পন্থ— ধারাবাহিকতা দেখিয়েছেন। পাকিস্তানকে হারাতে বড় ভূমিকা নিয়েছেন। আরও এক বার তিন নম্বরে দেখা যাবে তাঁকে।

৪) সূর্যকুমার যাদব— নাম অনুযায়ী খেলতে পারেননি। আমেরিকার বিরুদ্ধে রানে ফেরার ভাল সুযোগ পাবেন সূর্য।

৫) সঞ্জু স্যামসন— জঘন্য খেলছেন শিবম দুবে। ব্যাটে রান পাচ্ছেন না। তাঁকে দিয়ে বলও করাচ্ছেন না রোহিত। তাই আমেরিকার বিরুদ্ধে মিডল অর্ডারে শিবমের বদলে খেলতে পারেন সঞ্জু।

৬) হার্দিক পাণ্ড্য— ব্যাট হাতে না হলেও পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন হার্দিক। আমেরিকার বিরুদ্ধে ব্যাটেও রান চাইবেন এই অলরাউন্ডার।

৭) অক্ষর পটেল— পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে-বলে রান করেছেন। আমেরিকার বিরুদ্ধেও সেই কাজটাই করতে চাইবেন তিনি।

৮) কুলদীপ যাদব— রবীন্দ্র জাডেজা রান করতে পারছেন না। উইকেটও পাচ্ছেন না। আমেরিকার ক্রিকেটারদের বিরুদ্ধে রিস্ট স্পিনার বেশি কাজ দিতে পারেন। তাই দলে ফিরতে পারেন কুলদীপ। বসতে হতে পারে জাডেজাকে।

৯) যশপ্রীত বুমরা— দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। আমেরিকার বিরুদ্ধেও সেই কাজটাই করতে চাইবেন।

১০) আরশদীপ সিংহ— পাকিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছেন। আমেরিকার বিরুদ্ধে নতুন বল সামলাতে হবে তাঁকেই।

১১) মহম্মদ সিরাজ— দলের তৃতীয় পেসার। ভাল বল করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। তিনিও খেলবেন প্রথম একাদশে।

আরও পড়ুন
Advertisement