Woman's Body Found in Thailand

তাইল্যান্ডে বেড়াতে গিয়ে হোটেলের বাথটাবে মিলল ভারতীয় বধূর দেহ! স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে তাইল্যান্ডে স্বামী আশিস শ্রীবাস্তবের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। আশিস পেশায় চিকিৎসক। তিনি উত্তরপ্রদেশের ওরাই মেডিক্যাল কলেজে কর্মরত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:০১
মৃত মহিলা প্রিয়ঙ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

মৃত মহিলা প্রিয়ঙ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

তাইল্যান্ডের এক হোটেলের বাথটব থেকে উদ্ধার হল উত্তরপ্রদেশের এক মহিলার দেহ। মৃতের নাম প্রিয়ঙ্কা শর্মা। পরিবারের অভিযোগ, প্রিয়ঙ্কাকে খুন করা হয়েছে। আর এই খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে তাইল্যান্ডে স্বামী আশিস শ্রীবাস্তবের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। আশিস পেশায় চিকিৎসক। তিনি উত্তরপ্রদেশের ওরাই মেডিক্যাল কলেজে কর্মরত। প্রিয়ঙ্কা এবং আশিস পটায়ার একটি হোটেলে থাকছিলেন। সেই হোটেলে বাথটাব থেকে প্রিয়ঙ্কার দেহ উদ্ধার হয়েছে। আশিসের দাবি, জলে ডুবে মৃত্যু হয়েছে প্রিয়ঙ্কার। কিন্তু ওই সামান্য জলে কী ভাবে ডুবে মৃত্যু হল, তা ঘিরে রহস্য বাড়ছে।

যদিও প্রিয়ঙ্কার বাবা সত্যনারায়ণ শর্মার অভিযোগ, তাঁর কন্যাকে খুন করা হয়েছে। খুনের পরিকল্পনা করেই প্রিয়ঙ্কাকে তাইল্যান্ডে ঘুরতে নিয়ে গিয়েছিলেন তাঁর জামাই। আশিসের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন প্রিয়ঙ্কার বাবা। ওই সম্পর্কে কথা জেনে ফেলায় প্রিয়ঙ্কার সঙ্গে প্রায়ই অশান্তি হত আশিসের। প্রিয়ঙ্কাকে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতেন আশিস। এমন অভিযোগও তুলেছেন প্রিয়ঙ্কার বাবা। আশিসের বিরুদ্ধে আগে হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। ২০১৭ সালে আশিসের সঙ্গে বিয়ে হয় প্রিয়ঙ্কার। অভিযোগ, তার পর থেকেই প্রিয়ঙ্কার উপর অত্যাচার শুরু হয়। সেই অত্যাচার বাড়ে আশিসের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলার পর।

Advertisement
আরও পড়ুন