T20 World Cup 2024

রশিদেরা কঠিন করলেন রোহিতদের বিশ্বকাপ সেমিফাইনালের পথ! সুযোগ থাকল বাংলাদেশ-সহ সব দলের

অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় ভারতের সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হল। থাকল প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও। শেষ চারে যেতে পারে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৪ ১২:২৫
Picture of Rashid Khan and Rohit Sharma

(বাঁ দিকে) রশিদ খান এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রোহিত শর্মাদের সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন করে দিলেন রশিদ খানেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের জয় সুপার এইট পর্বে ভারতের গ্রুপের লড়াই জমিয়ে দিয়েছে। শেষ চারে জায়গা নিশ্চিত করতে হলে সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য।

Advertisement

ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ — সব দলই দু’টি করে ম্যাচ খেলেছে। আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। রোহিতদের সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট ২.৪২৫। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। মিচেল মার্শদের দু’ম্যাচে সংগ্রহ ২ পয়েন্ট। নেট রান রেট ০.২২৩। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানেরও পয়েন্ট ২। রশিদদের নেট রান রেট -০.৬৫০। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। দু’টি ম্যাচই হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। পয়েন্ট শূন্য। নেট রান রেট -২.৪৮৯।

গ্রুপের পরের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে রোহিতেরা জিতলে পয়েন্ট হবে ৬। ভারত চলে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। আবার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে পরের আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে। কারণ সে ক্ষেত্রে ভারতের মতো অস্ট্রেলিয়ার পয়েন্টও হবে ৪। গ্রুপের শেষ ম্যাচে রশিদেরা বাংলাদেশকে হারিয়ে দিলে, তাঁদেরও পয়েন্ট হবে ৪। তখন নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে। ভারতীয় দল অবশ্য নেট রান রেটের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় আছে। যদিও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান নেট রান রেটে এগিয়ে গেলে ছিটকে যেতে হবে ভারতকে।

আবার অস্ট্রেলিয়া ভারতের কাছে হারলে এবং আফগানিস্তান বাংলাদেশের কাছে হারলে গ্রুপে তিনটি দলের পয়েন্ট হবে ২। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে চলে যাবে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে।

বৃষ্টির জন্য ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গেলে রোহিতেরা ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবেন। ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশকে যদি আফগানিস্তান হারিয়ে দেয়, তা হলে ছিটকে যেতে হবে এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। আর উল্টো ফল হলে অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে। আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেলে আফগানিস্তানেরও ৩ পয়েন্ট হবে। তখন আবার নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। রোহিতদের কাছে মার্শেরা হারলে এবং আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে শেষ চারে যাবেন রশিদেরা। যা পরিস্থিতি, ভারত অস্ট্রেলিয়াকে হারালে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে। তা হলেই একমাত্র নেট রান রেটের বিচারে সেমিফাইনালে উঠতে পারেন শান্তরা। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতে গেলে তাঁদের আর কোনও সুযোগ থাকবে না।

অর্থাৎ, কোনও দলই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায়নি আবার কোনও দলই জায়গা পাকা করতে পারেনি শেষ চারে। স্বভাবতই গ্রুপের শেষ দুই ম্যাচের দিকে নজর থাকবে সব দলেরই।

Advertisement
আরও পড়ুন