রোহিত শর্মার সঙ্গে শিবম দুবে। —ফাইল চিত্র।
আমেরিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। জল্পনা ছিল শিবম দুবেকে নিয়ে। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সে ভাবে খেলতে পারেননি তিনি। তবে আমেরিকার বিরুদ্ধে বাদ দেওয়া হয়নি তাঁকে। গত ম্যাচে খেলা একাদশ নিয়েই বুধবার খেলতে নামছে ভারত।
ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তিনিই জানালেন যে, আগের ম্যাচের দল নিয়েই খেলতে নামছে ভারত। অর্থাৎ রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি। তিন নম্বরে নামবেন ঋষভ পন্থ। তিনিই দলের উইকেটরক্ষক। এ ছাড়াও দলে রয়েছেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব।
দলে চার জন অলরাউন্ডার রয়েছেন। শিবম ছাড়াও হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল খেলবেন অলরাউন্ডার হিসাবে। স্পিন বিভাগ সামলাবেন জাডেজা এবং অক্ষর। দলের তিন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আরশদীপ সিংহ।
পাকিস্তানের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসী ভারত। রোহিত বলেন, “আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে। আগের ম্যাচে যেগুলো ভাল করেছি, সেগুল এই ম্যাচেও করতে হবে। পিচ আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে। সেটা সামলেই খেলতে হবে।” বুধবার জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ পৌঁছে যাবে ভারত।