T20 World Cup 2024

মাঠেই ঝগড়া! বিশ্বকাপে বাংলাদেশের নজরকাড়া ক্রিকেটারকে পেতে হল শাস্তি

নেপালের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের তানজিম সাকিব। তার পরেও শাস্তি পেতে হয়েছে তাঁকে। কী করেছেন তানজিম?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ২২:২২
cricket

তানজিম সাকিব। —ফাইল চিত্র।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের মধ্যে নজর কেড়েছেন তানজিম সাকিব। নেপালের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন তিনি। তার পরেও শাস্তি পেতে হয়েছে তাঁকে। কী করেছেন তানজিম?

Advertisement

খেলা চলাকালীন মাঠেই ঝগড়ায় জড়ান তানজিম। তাঁর দ্বিতীয় ওভারের পরে নেপালের অধিনায়ক রোহিত পৌড়েলের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার। তানজিমের এই ব্যবহার ভাল ভাবে নেননি ম্যাচ রেফারি। তাই শাস্তি পেতে হয়েছে তানজিমকে।

আইসিসি তানজিমের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নিয়েছে। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তানজিম। তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই দোষ করলে তাঁর শাস্তি আরও বাড়তে পারে।

নেপালের বিরুদ্ধে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তানজিম। দু’টি মেডেন করেছেন তিনি। নেপালকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা তানজিমের। তাই ম্যাচের সেরা হয়েছেন তিনি।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪টি ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন তানজিম। ওভার প্রতি ৪.৮০ রান দিয়েছেন তিনি। নতুন বলে ভয়ঙ্কর দেখাচ্ছে তানজিমকে। প্রতিযোগিতার সবচেয়ে বেশি উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।

আরও পড়ুন
Advertisement