সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতের হাত ধরে ক্রিকেটবিশ্বের মানচিত্রে ঢুকে পড়েছে ওমান। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ছ’টি ম্যাচ আয়োজিত হচ্ছে সে দেশে। এত বড় মাপের প্রতিযোগিতা এর আগে কোনও দিন আয়োজন করেনি সে দেশ। এর জন্যে যাবতীয় কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ডকেই দিলেন ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজি।
এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে বলেছেন, “আমরা আপ্লুত। বলে বোঝানো যাবে না যে এটা ওমানের পক্ষে কত বড় সম্মান হতে চলেছে। আমাদের দেশের নাম ভাবাটাই অনেক বড় ব্যাপার ছিল। ভেবে দেখুন, আমরা সহযোগী দেশ। টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সদস্য দেশের সংখ্যা মাত্র চার-পাঁচটা। আমরা তাদের মধ্যে একজন। কিন্তু একটা সদস্য দেশের পক্ষে বিশ্বকাপের আয়োজন করা স্বপ্নের মতো ব্যাপার।”
ভারতীয় বোর্ডের প্রশংসা করে খিমজি বলেছেন, “বিসিসিআই ক্রিকেটের উন্নতির জন্য কী পরিমাণ কাজ করে, সে সম্পর্কে অনেকের ধারণা নেই। ওরা ডাইনোসর। প্রাণীর কথা বলছি না, আকারের কথা বলছি। ওরা এমন একটা যন্ত্র, যারা দুর্দান্ত ভাবে চলে। টানা ১৩-১৪ বছর আইপিএল-এর মতো প্রতিযোগিতা আয়োজন করে যাওয়া সহজ কথা নয়। প্রতি বারই সেই প্রতিযোগিতা বিশ্বের যে কোনও প্রতিযোগিতার থেকে অনেক বড় হয়। আইসিসি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।”