Australian Open

নতুন ‘চ্যাম্পিয়ন’ পেল অস্ট্রেলিয়ান ওপেন, ট্রফি হাতে কোর্টে হাজির দুই খুদে!

শুক্রবার গ্র্যান্ড স্ল্যামকে বিদায় জানালেন সানিয়া। বোপান্নাকে সঙ্গী করে মিক্সড ডাবলস ফাইনালই তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। ভবিষ্যতের বার্তা দিয়ে রাখলেন সানিয়া, বোপান্না।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:৫৩
অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের রানার্স ট্রফি নিয়ে ইজ়হান এবং ত্রিধা।

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের রানার্স ট্রফি নিয়ে ইজ়হান এবং ত্রিধা। ছবি: টুইটার।

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি। ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে হারতে হয়েছে তাঁদের। সানিয়া খেলে ফেললেন টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম। ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে পেরে দারুণ খুশি তিনি। ম্যাচের পর নিজেই জানিয়েছেন সে কথা। সানিয়ার ছেলে ইজ়হান ফাইনালে সারাক্ষণ গলা ফাটিয়েছে মায়ের জন্য। কম যায়নি বোপান্নার মেয়ে ত্রিধাও। দুই খুদে মা-বাবার প্রতি ম্যাচেই হাজির থেকেছে গ্যালারিতে। দিয়েছে উৎসাহ। তাই রানার্স হয়ে পাওয়া পুরস্কার সন্তানদের হাতে তুলে দিলেন সানিয়া এবং বোপান্না। ইজ়হান এবং ত্রিধা মা-বাবার ট্রফি নিয়ে ছবিও তুলল হাসি মুখে। দুই খুদের মিক্সড ডাবলস জুটি আনন্দ দিল সানিয়াদের ফাইনাল দেখতে আসা দর্শকদেরও।

মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেও মিক্সড ডাবলসের ফাইনাল পর্যন্ত ৩৬ বছরের সানিয়া পৌঁছন ৪২ বছরের বোপান্নাকে সঙ্গী করে। চ্যাম্পিয়ন হতে না পারলেও তাঁর আক্ষেপ নেই। ম্যাচ শেষ হওয়ার পর আবেগ ধরা না রাখতে পারা সানিয়া কেঁদে ফেলেছেন আনন্দে। সন্তানের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে পারা তাঁকে বাড়তি আনন্দ দিয়েছে।

Advertisement

স্বামী শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার সম্পর্ক গত কয়েক মাসে শীতল হয়েছে। তাঁদের বিবাহ বিচ্ছেদ হতে পারে বলে শোনা যাচ্ছে। সানিয়া তাই বোধহয় আরও বেশি করে আঁকড়ে থাকতে চাইছেন সন্তানকে। ইজ়হানকে সব সময় নিজের কাছেই রাখছেন। মেলবোর্নেও তাঁর সঙ্গী ছেলে। বোপান্নাও টেনিস জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছেন। অবসরের সিদ্ধান্ত না নিলেও, সম্ভবত খুব বেশি দিন আর সর্বোচ্চ পর্যায় খেলবেন না। তিনিও মেলবোর্নে নিয়ে গিয়েছেন ত্রিধাকে। চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ থাকলেও মেয়েকে পাইয়ে দিলেন গ্র্যান্ড স্ল্যাম ওপেনের স্বাদ।

মা-বাবার ট্রফি হাতে নিয়ে ক্যামেরার সামনে সপ্রতিভ ভাবেই দেখা গিয়েছে ইজ়হান-ত্রিধাকে। সানিয়ার ছেলে বা বোপান্নার মেয়ে ভবিষ্যতে টেনিস খেলবে কিনা বা খেললেও বিশ্বপর্যায় পৌঁছতে পারবে কিনা, সে প্রশ্ন পরের। তবে শুক্রবারের মেলবোর্ন সাক্ষী থাকল এক ক্ষুদে মিক্সড ডাবলস জুটির। সানিয়া-বোপান্না হয়তো ভবিষ্যতের বার্তা দিয়ে রাখলেন টেনিস দুনিয়াকে।

Advertisement
আরও পড়ুন