Sania Mirza

শোয়েব যখন তৃতীয় স্ত্রীয়ে মজে, সানিয়া তখন ফিরলেন ‘প্রথম প্রেমে’!

সমাজমাধ্যমে তৃতীয় বিয়ের কথা জানিয়েছেন শোয়েব। পাক অলরাউন্ডার নতুন জীবনের কথা ঘোষণা করার সময় প্রথম প্রেমে মজেছিলেন সানিয়া। সেই ছবি তিনিও সমাজমাধ্যমে দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৯:২৮
picture of Sania Mirza

সানিয়া মির্জা। —ফাইল চিত্র।

তৃতীয় বিয়ে সেরে ফেলেছেন শোয়েব মালিক। পাকিস্তানের অলরাউন্ডার শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সমাজমাধ্যমে সদ্যবিবাহিতা স্ত্রী সানা জাভেদের সঙ্গে ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। শোয়েবের আধ ঘণ্টা আগেই একটি ছবি সমাজমাধ্যমে দিয়েছিলেন ভারতের টেনিস তারকা।

Advertisement

শোয়েব যখন তৃতীয় স্ত্রীকে নিয়ে মজেছিলেন, সে সময় সানিয়া মির্জা মগ্ন ছিলেন তাঁর ‘প্রথম প্রেমে’! হ্যাঁ। এর মধ্যে অবাক হওয়া কিছু নেই। মুচমুচে কোনও ব্যাপার নেই। অস্ট্রেলিয়ান ওপেনের ধারাভাষ্য দেওয়ায় ব্যস্ত ছিলেন সানিয়া। টেলিভিশনের পর্দায় আসার আগে মেকআপ করেন সানিয়া। সেই ছবি সমাজমাধ্যমের ‘স্টোরি’-তে দেন তিনি। ছবির সঙ্গেই লিখে দিয়েছিলেন, তাঁকে কে সাজিয়েছেন। তাঁর সাজসজ্জাই বা কারা সরবরাহ করেছেন।

picture of Sania Mirza

সমাজমাধ্যমে সানিয়ার দেওয়া ‘স্টোরি’। ছবি: সংগৃহীত।

সানিয়ার প্রথম প্রেম টেনিস। ছ’বছর বয়স থেকে টেনিস খেলতে শুরু করেন সানিয়া। গত বছর পেশাদার টেনিস থেকে অবসর নিলেও নিজেকে খেলার সঙ্গে জড়িয়ে রেখেছেন। টেনিসের বড় প্রতিযোগিতাগুলিতে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসাবে দেখা যায় সানিয়াকে। সদ্য প্রাক্তন স্বামী শোয়েব যখন তৃতীয় বিয়ের কথা প্রকাশ করছেন, সে সময় সানিয়াও মেতেছিলেন নিজের প্রথম প্রেম টেনিসে।

প্রায় আধ ঘণ্টার তফাতে সমাজমাধ্যমে দেওয়া সানিয়া এবং শোয়েবের পোস্ট নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের। প্রাক্তন স্বামীর নতুন সংসার থেকে নিজেকে দূরে রাখতে সানিয়ার টেনিসে মজে থাকার প্রশংসাও করেছেন অনেকে।

২০১০ সালে দু’জনে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন। ২০২৪ সালের শুরুতেই দু’জনের রাস্তা আলাদা হয়ে গেল। শোয়েব পা রাখলেন নতুন সংসারে। সানিয়ার সঙ্গী প্রথম প্রেম।

Advertisement
আরও পড়ুন