‘ফিট ইন্ডিয়া সাইক্লিং’-এ মহিলাদের উপস্থিতিও ছিল দেখার মতো। ছবি: সংগৃহীত।
২০৪৭ সালে মধ্যে ভারতের জনগণকে শারীরিক ভাবে সুস্থ করে তোলার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই মঙ্গলবার দেশ জুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সাইক্লিং’। কলকাতায় এই অনুষ্ঠান হল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের উদ্যোগে। অংশ নিলেন ৩০০ ক্রীড়াবিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি অলিম্পিয়ানরাও।
কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা করেন দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য। ছিলেন সাই কলকাতার এগজ়িকিউটিভ ডিরেক্টর সত্যজিৎ সঙ্কৃত, অলিম্পিয়ান সঞ্জয় রায় ও সুস্মিতা সিংহ রায়। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। দিল্লিতে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডবীয়।
কলকাতার সাই সেন্টারের মূল ফটক থেকে শুরু হয় যাত্রা। সেখান থেকে সেন্ট্রাল পার্ক ঘুরে আবার সেখানেই তা শেষ হয়। ৮ কিলোমিটার এই যাত্রায় অংশ নিয়েছিলেন ৩০০ ক্রীড়াবিদ। আগামী দিনে সাইকেলকেই পরিবহণের সবচেয়ে স্বাস্থ্যবান মাধ্যম হিসাবে তুলে ধরতে চায় কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশেই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অনেকে সাইকেলের উপর নির্ভর করেন। সাইকেলে গেলে দূষণও হয় না। সেই কারণেই কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে। কলকাতা ছাড়াও দেশে সাইয়ের ন’টি আঞ্চলিক কেন্দ্রেও এই অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার।