ধোনির সঙ্গে নিজের তুলনা করতে চান না পন্থ
মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে নিজের তুলনা করতে চান না বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের অন্যতম নায়ক ঋষভ পন্থ। চতুর্থ টেস্টে ভারতকে জিতিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লি ফিরেছেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘যখন আমার সঙ্গে এমএস ধোনির তুলনা টানা হয় তখন দারুণ লাগে। তবে আমাকে কারওর সঙ্গে তুলনা করা হোক সেটা চাই না। একজন কিংবদন্তির সঙ্গে তরুণ ক্রিকেটারের তুলনা হয় না। ভারতীয় ক্রিকেটে আমি নিজের নাম তৈরি করতে চাই। আর সেই লক্ষ্যে স্থির থাকতে চাই।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমালোচকদের ভুল প্রমাণ করেছেন পন্থ। প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে ভারতের জয়ে দারুণ ভূমিকা ছিল ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের। ভারতের তৃতীয় টেস্ট বাঁচানোর লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পন্থের ৯৭ রানের ইনিংস। চতুর্থ টেস্টের পঞ্চম দিনে তাঁর ৮৯ রানের ইনিংস ভারতকে ৩২৮ রান তুলতে সাহায্য করেছে।
এই পারফরম্যান্সের জন্য আইসিসি টেস্ট র্যাঙ্কিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন পন্থ। তবে তা নিয়ে ভাবতে নারাজ তিনি। ঋষভ বলেন, ‘‘আমি র্যাঙ্কিয়ের ব্যাপারে জানতাম না। আমার কাজ শুধু ভারতের হয়ে ম্যাচ জেতানো।’’
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে ঋদ্ধিমান সাহার সঙ্গে সুযোগ পেয়েছেন পন্থও। ২০১৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে উইকেটকিপার হিসেবে খেলতে পারেন পন্থ।