PV Sindhu

PV SIndhu: এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিতে হার সিন্ধুর, ইয়ামাগুচির কাছে হেরে পেলেন ব্রোঞ্জ

সেমিফাইনালে হারায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন সিন্ধু। এই প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদক। ইয়ামাগুচির বিরুদ্ধে হারলেও তাঁর বিরুদ্ধে মুখোমুখি ফলের বিচারে ৯-১৩ ব্যবধানে এগিয়ে সিন্ধু।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১২:৪০
সেমিফাইনালে হারলেন সিন্ধু

সেমিফাইনালে হারলেন সিন্ধু ছবি: এএফপি

এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হারলেন তিনি। খেলার ফল সিন্ধুর বিপক্ষে ২১-১৩, ১৯-২১, ১৬-২১। সেমিফাইনালে হারার ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্যাডমিন্টনের প্রাক্তন এক নম্বর শাটলারকে।
ম্যানিলাতে আয়োজিত সেমিফাইনালে শীর্ষ বাছাই তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ামাগুচির বিরুদ্ধে শুরুটা খুব ভাল করেছিলেন সিন্ধু। প্রথম থেকেই ম্যাচের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করেন তিনি। ফলে ২১-১৩ ফলে প্রথম সেট জিতে যান সিন্ধু।

দেখে মনে হচ্ছিল দ্বিতীয় সেটেই জয় নিশ্চিত করতে চাইছেন সিন্ধু। কিন্তু দ্বিতীয় সেটে বদলে গেল ছবি। ১৩-১১ ব্যবধানে এগিয়ে থাকার সময় পেনাল্টির জন্য একটি পয়েন্ট খোয়াতে হয় সিন্ধুকে। সেটিই ইয়ামাগুচিকে সুযোগ করে দেয়। শেষ পর্যন্ত ২১-১৯ ব্যবধানে জেতেন জাপানি তারকা।

Advertisement

শেষ সেটে নিজের জাত চেনালেন ইয়ামাগুচি। সিন্ধুর দুর্বলতা কাজে লাগিয়ে পয়েন্ট তুলতে থাকেন তিনি। পিছিয়ে পড়তে থাকেন সিন্ধু। আর খেলায় ফিরতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২১-১৬ ব্যবধানে ম্যাচ জিতে যান ইয়ামাগুচি।

সেমিফাইনালে হারায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন সিন্ধু। এই প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদক। ইয়ামাগুচির বিরুদ্ধে হারলেও তাঁর বিরুদ্ধে মুখোমুখি ফলের বিচারে ৯-১৩ ব্যবধানে এগিয়ে সিন্ধু।

আরও পড়ুন
Advertisement