Paris Olympics 2024

জোড়া পদকের স্বীকৃতি মনুকে, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহকের সম্মান পেলেন

এখনও পর্যন্ত ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে প্যারিস অলিম্পিক্সে সেরা পারফর্মার মনু। স্বভাবতই সমাপ্তি অনুষ্ঠানে তাঁর পতাকাবাহক হওয়া প্রত্যাশিতই ছিল। পুরুষ পতাকাবাহকের নাম চূড়ান্ত হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ১০:১৮
Picture of Manu Bhaker

মনু ভাকের। —ফাইল চিত্র।

স্বাধীন ভারতের প্রথম খেলোয়াড় হিসাবে একই অলিম্পিক্সে জোড়া পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছেন মনু ভাকের। তাঁর এই কীর্তিকে সম্মানিত করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। আগামী ১১ অগস্ট প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা থাকবে ২২ বছরের শুটারের হাতে।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানের দুই পতাকাবাহক শরথ কমল এবং পিভি সিন্ধু প্যারিস থেকে দেশে ফিরছেন খালি হাতে। এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। তার মধ্যে দু’টি পদক জয়ের কৃতিত্ব মনুর। তাঁর সব ইভেন্ট শেষ হয়ে গেলেও অলিম্পিক্সের শেষ পর্যন্ত তাঁকে থাকতে হবে প্যারিসে। গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহনের দায়িত্ব তাঁকেই দিয়েছে আইওএ।

যে কোনও খেলোয়াড়ের কাছেই অলিম্পিক্সের উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্ব গৌরবের। সম্মানের। পুরুষ খেলোয়াড়দের মধ্যে কে পতাকাবাহক হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। প্যারিসে পদক জয়ের সম্ভাবনা রয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন, জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া-সহ আরও কয়েক জন ভারতীয় খেলোয়াড়ের। তাই পুরুষ পতাকাবাহক নির্বাচন করা হবে কয়েক দিন অপেক্ষা করে।

প্যারিসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু। দ্বিতীয় ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিংহ। উল্লেখ্য, শনিবার মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন মনু। এখনও পর্যন্ত ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে মনু প্যারিস অলিম্পিক্সে সেরা পারফর্মার। স্বভাবতই সমাপ্তি অনুষ্ঠানে মনুর জাতীয় পতাকাবাহক হওয়া প্রত্যাশিতই ছিল।

আরও পড়ুন
Advertisement