Paris Olympics 2024

প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু, গ্রুপের সব ম্যাচ জিতে নিলেন ভারতীয় শাটলার

প্যারিস অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। গ্রুপের দু’টি ম্যাচই জিতে নিলেন তিনি। নক আউট পর্বে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৪:০৪
পিভি সিন্ধু।

পিভি সিন্ধু। —ফাইল চিত্র।

আরও একটি পদকের আশায় পিভি সিন্ধু। বুধবার এস্তোনিয়ার ক্রিস্টিন কুবাকে হারিয়ে দিলেন তিনি। পৌঁছে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনালে। স্ট্রেট গেমে জিতলেন সিন্ধু। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টারে খেলবেন তিনি।

Advertisement

বুধবার ক্রিস্টিনের বিরুদ্ধে জিততে সিন্ধুর লাগল মাত্র ৩৩ মিনিট। প্রথম গেমটি তিনি জেতেন ১৪ মিনিটে। পরেরটি জিতে নেন ১৯ মিনিটে। কোনও রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি ক্রিস্টিন।

প্রথম ম্যাচে মলদ্বীপের ফতিমত রজ্জাককে হারিয়ে দিয়েছিলেন সিন্ধু। সেই ম্যাচও স্ট্রেট গেমে জিতেছিলেন তিনি। গ্রুপের তৃতীয় ম্যাচটি বাই পেলেন সিন্ধু। এ বার তাঁর লড়াই প্রি-কোয়ার্টার ফাইনালে। সেখানে সিন্ধুকে খেলতে হবে চিনের হে বিংজিয়ায়োর বিরুদ্ধে। তিনি এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় অষ্টম স্থানে। সিন্ধু রয়েছেন ১৩ নম্বরে। ফলে কঠিন লড়াইয়ের মুখে পড়তে চলেছেন তিনি।

পদকের স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেনও। গ্রুপের দু’ম্যাচ জিতে প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তিনি। অল ইংল্যান্ড জয়ী ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে স্ট্রেট গেমে (২১-১৮, ২১-১২) হারালেন লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ছেলেদের ডাবলস দলও। চিরাগ শেট্টী এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডী দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁরাও পদকের আশা দেখাচ্ছেন ভারতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement