Novak Djokovic

মেলবোর্নের অভ্যর্থনা নিয়ে সংশয়ে নোভাক

নোভাক জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ায় ফের পা রাখার পর থেকে সবকিছুই ঘটেছে ইতিবাচক ভাবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ০৮:১৪
নোভাক জোকোভিচ।

নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

কনস্টান্ট লেসটিয়েনকে ৬-৩, ৬-২ ফলে উড়িয়ে অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টেনিসের শেষ ষোলোয় উঠলেন নোভাক জোকোভিচ। সঙ্গে জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ায় ফের পা রাখার পর থেকে সবকিছুই ঘটেছে ইতিবাচক ভাবে।

সার্বিয়ান তারকা কনস্টান্টকে হারিয়ে উঠে মঙ্গলবার বলেছেন, ‘‘অবশ্যই মেলবোর্নের গ্র্যান্ড স্ল্যাম আলাদা। ওখানে তো প্রথম ম্যাচের সাত দিন আগেই পৌঁছে যাচ্ছি। এমনিতে এ বার অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর থেকে সবকিছুই ইতিবাচক ভাবে ঘটছে। এখন দেখা যাক মেলবোর্নে কেমন অভ্যর্থনা পাই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement