‘‘সিনারের ঘটনা নিয়ে আমাদের পাঁচ মাস অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল। যা খুবই হতাশাজনক।’’— নোভাক জোকোভিচ
Novak Djokovic

অন্ধকারে রাখা হয়, সিনারদের ডোপিং নিয়ে তোপ নোভাকের

২০০৯ সালের পরে প্রথম বার তিনি ব্রিসবেন ওপেনে খেলবেন। শুধু তাই নয়, ডাবলসে তিনি জুটি বাঁধবেন অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিয়সের সঙ্গে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৭:১৯
নোভাক জোকোভিচ।

নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত।

কোর্টে ফিরেই ইয়ানিক সিনারের ডোপ বিতর্কে জড়ানো নিয়ে কড়া মন্তব্য করলেন নোভাক জোকোভিচ। আগামী মাসেই যিনি ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন মেলবোর্ন পার্কে। তার আগে প্রস্তুতি প্রতিযোগিতা ব্রিসবেন ওপেনে নামবেন তিনি। এই প্রতিযোগিতায় তিনি শীর্ষবাছাই। তবে ২০০৯ সালের পরে প্রথম বার তিনি ব্রিসবেন ওপেনে খেলবেন। শুধু তাই নয়, ডাবলসে তিনি জুটি বাঁধবেন অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিয়সের সঙ্গে। যিনি ইতিমধ্যেই সমালোচনা করেছেন সিনারকে যথেষ্ট শাস্তি না দেওয়া নিয়ে।

Advertisement

জোকোভিচকে এই নিয়ে রবিবার প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘সিনার ইচ্ছে করে নিষিদ্ধ কিছু নিয়েছে কি না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। অতীতে এমনকী বর্তমানেও অনেক খেলোয়াড়ই আছে যাদের নমুনায় নিষিদ্ধ কিছু না পেলেও শাস্তি পেয়েছে।’’ যোগ করেছেন, ‘‘র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা অনেক খেলোয়াড় এই ব্যাপারে অভিযোগমুক্ত হওয়ার জন্য এক বছরেরও বেশি অপেক্ষা করছে। কিন্তু সিনারের ঘটনা নিয়ে আমাদের পাঁচ মাস অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল। যা খুবই হতাশাজনক।’’

আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) চলতি বছরে প্রকাশ্যে আনে পুরুষদের মধ্যে বিশ্বের এক নম্বর ইটালির ইয়ানিক সিনার এবং মেয়েদের প্রাক্তন এক নম্বর ইগা শিয়নটেকের ডোপিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা। সিনার দু’বার ডোপ পরীক্ষায় ব্যর্থ হন মার্চে। তার পরেও শাস্তি দেওয়া হয়নি তাঁকে। আইটিআইএ-র তরফে বলা হয়েছিল এই বিষয়ে সিনারের কোনও দোষ ছিল না। এর পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা। শিয়নটেক ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে চলতি বছরের নভেম্বরে এক মাসের নির্বাসনের শাস্তি স্বীকার করে নেন।

জোকোভিচ সমালোচনার সুরে আরও বলেছেন, ‘‘এটিপি কিন্তু এই দুটো ব্যাপারে বিশদে কিছু জানায়নি। কেন সাধরণ মানুষকে এই ব্যাপারে আগেই জানানো হল না। আমরা সিমোনা হালেপের ক্ষেত্রে দেখেছি, এ বার ইগা শিয়নটেকের ক্ষেত্রেও দেখলাম।’’ যোগ করেন, ‘‘আমাদের খেলাটার জন্য এটা একেবারেই ভাল ভাবমূর্তি গড়ে তুলবে না। আমি এই পদ্ধতির বিরুদ্ধে প্রশ্ন করছি। কেন নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে বাকি সবার মতো দেখা হবে না?’’

Advertisement
আরও পড়ুন