Manu Bhaker

খেলরত্ন-বিতর্ক: মনুর নাম শেষ মুহূর্তে পাঠানোর সম্ভাবনা, সিদ্ধান্ত কার হাতে

খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় মনু ভাকেরের নাম না-থাকায় গোটা দেশেই তৈরি হয়েছে বিতর্ক। এ বার জানা গিয়েছে, শেষ মুহূর্তে মনোনয়নের তালিকায় মনুর নাম ঢোকানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:০৬
cricket

মনু ভাকের। — ফাইল চিত্র।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় মনু ভাকেরের নাম না-থাকায় গোটা দেশেই তৈরি হয়েছে বিতর্ক। তা ধামাচাপা দিতে আসরে নামল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, শেষ মুহূর্তে মনোনয়নের তালিকায় মনুর নাম ঢোকানো হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Advertisement

ক্রীড়া মন্ত্রকের এক সূত্র জানিয়েছে, তালিকা এখনও চূড়ান্ত নয়। বেশ কিছু প্রক্রিয়া এখনও বাকি আছে। তবে মনুর নাম না-থাকায় অনেক সমালোচনা হয়েছে। পুরস্কারপ্রাপকদের বেছে নেওয়ার জন্য যে কমিটি রয়েছে তার সদস্যেরা সমালোচিত হয়েছেন। সেই কমিটিতে রানি রামপাল, অনিল কুম্বলে, বিজেন্দ্র সিংহের মতো তারকারা রয়েছেন।

জাতীয় শুটিং সংস্থার সভাপতি কালিকেশ সিংহ দেও এক ওয়েবসাইটে বলেছেন, “আমরা জানি না যে মনু আবেদন করেছে কি না। তবে আবেদন করে থাকলে ওকে পুরস্কার না- দেওয়ার কোনও কারণ নেই। যদি আবেদন না-করে থাকে তা হলে কমিটির কিছু করার নেই। আশা করি ক্রীড়া মন্ত্রক আমাদের বিষয়টা বুঝবে এবং ওকে পুরস্কার দেবে।”

মনু প্রথমে জানান, নিজের নাম জমা দিয়েছিলেন তিনি। খেলরত্ন পুরস্কার পেতে ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হয় খেলোয়াড়দের। পরে সেখান থেকে কয়েক জনের নাম বেছে নেওয়া হয়। মনু দাবি করেন, নাম জমা দিয়েছিলেন তিনি। কিন্তু পরে প্রাথমিক তালিকায় নাম দেখতে পাননি।

মনুর এই দাবির পরে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানায়, আবেদনকারীদের তালিকায় মনুর নাম ছিল না। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি সুব্রহ্মণ্যমের নেতৃত্বে ১২ সদস্যের কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে খেলরত্নের জন্য তালিকা ঠিক করতে। সেই তালিকায় ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ, প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমারদের মতো খেলোয়াড়ের নাম থাকলেও মনুর নাম নেই।

তালিকায় কন্যার নাম না-দেখে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে নিশানা করেন তাঁর পিতা রামকিষেণ। তিনি বলেন, “শুটিংয়ের মতো খেলায় ওকে দিয়ে ভুল করেছি। ওকে ক্রিকেটার তৈরি করা উচিত ছিল। তা হলে সব পুরস্কার, সব সম্মান ও পেত। একটা অলিম্পিক্সে মনু জোড়া পদক জিতেছে। ভারতে আর কার এই কীর্তি আছে? দেশের জন্য আমার সন্তান আর কী করবে? সরকারের উচিত ওর কীর্তিকে সম্মান জানানো।”

এই বিতর্কের মাঝে মনুর বক্তব্য কিছুটা বদলে যায়। তিনি জানান, হয়তো নাম জমা দিতে গিয়ে কোনও ভুল করেছেন তিনি। দেশের হয়ে পদক জেতাই তাঁর লক্ষ্য। পুরস্কারের লোভে তিনি ক্রীড়াবিদ হননি। সমাজমাধ্যমে মনু লেখেন, “ক্রীড়াবিদ হিসাবে আমার কাজ দেশের হয়ে পদক জেতা। পুরস্কার পেতে ভাল লাগে। পুরস্কার পেলে আরও আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু ওটাই একমাত্র লক্ষ্য নয়। হতে পারে নাম জমা দেওয়ার সময় আমিই কিছু ভুল করেছিলাম। সেটা ঠিক করার কাজ চলছে। আমি পুরস্কার পাই, আর না-পাই, দেশের হয়ে পদক জেতার চেষ্টা চালিয়ে যাব। দয়া করে এই বিষয়ে বিতর্ক আর বাড়াবেন না।”

Advertisement
আরও পড়ুন