Magnus Carlsen

ব্লিৎজ়েও চ্যাম্পিয়ন হয়ে জোড়া ট্রফি কার্লসেনের

টাটা স্টিল দাবায় শুক্রবার ব়্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন। দু’দিন পরে ব্লিৎজ়েও চ্যাম্পিয়ন হয়ে জোড়া ট্রফি নিয়ে ফিরছেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৭:৫০
দুই তারকা: কার্লসেনের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আনন্দ।

দুই তারকা: কার্লসেনের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আনন্দ। ছবি: পিটিআই।

ম‌্যাগনাস ম‌্যাজিকে আচ্ছন্ন কলকাতা!

Advertisement

টাটা স্টিল দাবায় শুক্রবার র‌্যাপিড বিভাগে চ‌্যাম্পিয়ন হয়েছিলেন নরওয়ের কিংবদন্তি ম‌্যাগনাস কার্লসেন। দু’দিন পরে ব্লিৎজ়েও চ‌্যাম্পিয়ন হয়ে জোড়া ট্রফি নিয়ে ফিরছেন তিনি।

কার্লসেন রবিবার পরপর পাঁচটি ড্র করেন প্রজ্ঞানন্দ, ওয়েসলি সো, আব্দুসাত্তরভ নোদিরবেক, ভিনসেন্ট কেমার এবং নিহাল সারিনের বিরুদ্ধে। তা সত্ত্বেও শীর্ষেই ছিলেন নরওয়ের তারকা। অর্জুন এরিগাইসির কাছে সুযোগ ছিল কার্লসেনকে টপকে যাওয়ার। কিন্তু শেষ দিকে পরপর তিন ম‌্যাচে হারেন অর্জুন। ফলে শেষ রাউন্ডের আগেই চ‌্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায় কার্লসেনের। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেন। কার্লসেনের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। উপস্থিত ছিলেন দিব‌্যেন্দু বড়ুয়াও।

১১.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ওয়েসলি। অর্জুন ১০.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় হন। চতুর্থ প্রজ্ঞানন্দ (৯.৫)। তবে চ‌্যাম্পিয়ন হলেও তিনি নিজে যে দুশ্চিন্তায় ছিলেন, তা মেনে নেন কার্লসেন। বলেন, “প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম। আমি ভাগ‌্যবান যে, ওয়েসলির ধরাছোঁয়ার বাইরে পয়েন্ট নিয়ে চলে যেতে পেরেছি।” পরবর্তী পরিকল্পনা কী? কার্লসেনের জবাব, “সিঙ্গাপুরে ফ‌্যাবিয়ানো কারুয়ানার সঙ্গে একটি ম‌্যাচ খেলব। তার পরে বিশ্ব চ‌্যাম্পিয়নশিপে দর্শকাসনে বসব।”

মহিলাদের ব্লিৎজ় বিভাগে ১১.৫ পয়েন্ট পেয়ে চ‌্যাম্পিয়ন হয়েছেন ক‌্যাটরিনা লাগনো।

আরও পড়ুন
Advertisement