বিশ্বরেকর্ড গড়েও হেরে গেলেন ইসনার। ছবি: এএফপি
শুধু সার্ভিস করেই বিশ্বরেকর্ড গড়লেন জন ইসনার। উইম্বলডনের তৃতীয় রাউন্ডের ম্যাচে পঞ্চম ‘এস’ সার্ভিস করার সঙ্গে ইভো কার্লোভিচের আগের রেকর্ড ভেঙে দিলেন ইসনার। বিশ্বরেকর্ড গড়েও ইসনার অবশ্য ছিটকে গেলেন উইম্বলডনের ল়ড়াই থেকে।
এখনও পর্যন্ত পেশাদার টেনিসে ইসনারের ‘এস’ সার্ভিসের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৪৮টি। কার্লোভিচের মোট ‘এস’ সার্ভিসের সংখ্যা ছিল ১৩ হাজার ৭২৮টি। ছয় ফুট ১০ ইঞ্চির আমেরিকার খেলোয়াড় টেনিস সার্কিটে প্রথম থেকেই বিগ সার্ভার হিসাবে পরিচিত। ‘এস’ সার্ভিস করতেও ওস্তাদ তিনি। ইসনারের শক্তিশালী সার্ভিসকে সমীহ করে চলেন বিশ্বের তাবড় টেনিস খেলোয়াড়রা। এ হেন ইসনার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ইতালির জানিক সিনারের বিরুদ্ধে ২৪টি ‘এস’ সার্ভিস করেন। প্রথম রাউন্ডের ম্যাচে ৩৭ বছরের ইসনার করেন ৫৪টি ‘এস’ সার্ভিস।
ইসনার শুধু বিশ্বরেকর্ডই করলেন না, পঞ্চম খেলোয়াড় হিসাবে উইম্বলডনেও এক হাজার ‘এস’ সার্ভিস করলেন তিনি। কীর্তি গড়ার ম্যাচ যদিও সুখের হল না সিঙ্গলসের ২০ নম্বর বাছাইয়ের কাছে। দ্বিতীয় রাউন্ডে অ্যান্ডি মারেকে হারানো ইসনার নিজেই সরাসরি সেটে হেরে গেলেন তৃতীয় রাউন্ডে। দশম বাছাই সিনারের কাছে তিনি হারলেন ৪-৬, ৬-৭ (৪-৭), ৩-৬ ব্যবধানে।
বিশ্বরেকর্ড গড়ে খুশি ইসনার বলেছেন, ‘‘এই রেকর্ডটা গড়তে পেরে আমি গর্বিত। জানতাম, এই রেকর্ডটা গড়তে পারব। সেটা উইম্বলডনের মতো প্রতিযোগিতায় হওয়ায় দারুণ লাগছে। নিজেকেই কৃতিত্ব দেব এ জন্য। ভেবে ভাল লাগছে দীর্ঘ দিন পেশাদার টেনিস খেলার মতো ফিট রাখতে পেরেছি নিজেকে। কোর্টে সক্রিয় থাকতে পারার জন্যই এতগুলো ‘এস’ সার্ভিস করার সুযোগ পেলাম।’’
• 54 aces in the first round
— Wimbledon (@Wimbledon) July 1, 2022
• Fifth man to reach 1000 aces at #Wimbledon
• Breaks record for most aces on the ATP Tour@JohnIsner serving up a treat 🂡 🃁 🂱 🃑 pic.twitter.com/A2e3buG81e
আরও কিছু দিন টেনিস খেলতে চান ইসনার। প্রতি ম্যাচে নিজের বিশ্বরেকর্ডকে উন্নত করতে চান। টেনিসজীবনে বছরে এক হাজারের বেশি ‘এস’ সার্ভিস করেছেন সাত বার। সবথেকে বেশি ‘এস’ সার্ভিস করেছেন ২০১৫ সালে। সে বছর ১২৬০টি ‘এস’ সার্ভিস করেন ইসনার।