আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএল খেলতে আদৌ ভারতে আসবেন কি না জানে দল। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু তিনি এখনও দলে যোগ দেননি। শোনা যাচ্ছে দুবাই যাচ্ছেন তিনি। কিন্তু ভারতে কবে আসবেন তা এখনও জানে না দল।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট লেগেছিল হাসরঙ্গের। তাঁর গোড়ালিতে চোট লাগে। যা এখনও সারেনি। চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন তিনি। সেখানে তিনি সুস্থ হয়ে উঠলেও আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলছে। সেই দলে রয়েছেন হাসরঙ্গ। যদিও বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খারাপ ব্যবহারের জন্য শাস্তি পেয়েছিলেন তিনি। ফলে দু’টি টেস্টে খেলতে পারবেন না।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন হাসরঙ্গ। ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল আরসিবি। কিন্তু এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় বিরাট কোহলির দল। হাসরঙ্গকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় হায়দরাবাদ। হাসরঙ্গের ম্যানেজার বলেন, “হয়তো কয়েক দিনের মধ্যে আইপিএলে যোগ দেবে। দেরিও হতে পারে। তবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে, হাসরঙ্গ আইপিএল খেলবেই। টাকা কম পাবে বলে খেলবে না এমন নয়। টাকার জন্য খেলার চিন্তা থাকলে ও নিজের বেস প্রাইস ২ কোটি রাখত। হাসরঙ্গ শ্রীলঙ্কার টেস্ট দলের অংশ। নির্বাসন থাকায় খেলতে পারবে না। তা ছাড়াও গোড়ালির চোট সারাতে হবে ওকে। না হলে খেলতে পারবে না।”